This Article is From Jun 13, 2020

নীল আগ্নেয়গিরি থেকে জে আকার জঙ্গল: অজানা পাঁচটি জায়গা ট্যুরিস্টদের হটকেক

ডায়নোসরের আমল থেকে সেই এলাকার বাস্তুতন্ত্র সুরক্ষিত।

নীল আগ্নেয়গিরি থেকে জে আকার জঙ্গল: অজানা পাঁচটি জায়গা ট্যুরিস্টদের হটকেক

পৃথিবীর রহস্যঘেরা কিছু এলাকা ঘুরে দেখুন।

অসাধারণ; অসামান্য; অদ্ভূত। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে; যা দেখলে এই তিনটি বিশেষণ বেরোবে। সেই জায়গাগুলো মানবসভ্যতা থেকে অনেকদূরে এখনও। ডায়নোসরের আমল থেকে সেই এলাকার বাস্তুতন্ত্র সুরক্ষিত। কোনও অদ্ভূত অতিভৌতিক কারণে কিংবা বিজ্ঞানসম্মত কারণে মানব বর্জিত হয়ে পড়ে সেই জায়গা। এমন পাঁচটি জায়গা দেখে নিন। 

মোভাইল ক্যাভ রোমানিয়া:

ক্রুকড ফরেস্ট পোল্যান্ড:

রিংগিং রকস পেনিসেলভিনিয়া:

নাজকা লাইন পেরু:

কাওয়া ইজেন আগ্নেয়গিরি বা নীলাভ ভলক্যানো ইন্দোনেশিয়া:

Click for more trending news


.