This Article is From Mar 06, 2020

রেলগেটের তোয়াক্কা না করে এগিয়ে গেল BMW! তারপর কী, দেখুন রোমহর্ষক সেই ভিডিও

তবে কোনও এক দৈববলে সামান্য চোট নিয়ে বেঁচে ফিরেছেন সেই গাড়ির চালক।

রেলগেটের তোয়াক্কা না করে এগিয়ে গেল BMW! তারপর কী, দেখুন রোমহর্ষক সেই ভিডিও

সেই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে ট্রেন গুঁড়িয়ে দিচ্ছে ওই বিএমডবলুকে।

লস অ্যাঞ্জলেস:

সম্প্রতি লস অ্যাঞ্জলেস (Los Angels Police) পুলিশ রোমহর্ষক একটা ভিডিও টুইটারে শেয়ার করেছে। যে ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে চালকের অসতর্কতার জেরে ট্রেনে গুঁড়িয়ে গেল বিএমডবলু (BMW)। রোমহর্ষক সেই ভিডিওতে দেখা গিয়েছে, পড়ে থাকা রেলগেটের তোয়াক্কা না করে সেই গেট পেড়িয়ে ট্র্যাকের বাঁদিকে বিএমডবলু'র চালক ঘুরতেই সামনে যমদূত  সেই মেট্রো রেলের ধাক্কায় (The Car Crashed by Train) গুঁড়িয়ে গেল, বিলাবহুল সেই চার চাকার গাড়ি। দক্ষিণ লস অ্যাঞ্জলেসে মঙ্গলবার সকাল ১১-টায় ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে এমন দাবি করা হয়েছে। তবে কোনও এক দৈববলে সামান্য চোট নিয়ে বেঁচে ফিরেছেন সেই গাড়ির চালক। এমনটাই সেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

খানিকটা সচেতনতা গড়ে তুলতে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ সেই ভিডিওর নীচে লিখেছে, আরও মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যক্রমে গারিরি চালক বেঁচে গিয়েছেন। তাই রেললাইন এলাকায় সতর্ক হন। সব ট্রাফিক আইন মেনে চলুন। এই ঘটনা আমাদের কাছে শিক্ষার। 

সেই ভিডিও দেখে অনেক নেটিজেন বিস্মিত! তাঁদের বক্তব্য, কীভাবে এত জোট সংঘর্ষের পরেও বেঁচে ফিরল সেই চালক। জানা গিয়েছে, বিপদ সামনে, এমনটা দেখেই লাফ দিয়ে প্রাণ বাঁচান ওয়ে বিলাসবহুল গাড়ির চালক। ফলে সামান্য আঘাত লেগেছে তাঁর। প্রথমে ওই পুলিশ বিভাগের এক গোয়েন্দা সেই ভিডিও শেয়ার করেন। পড়ে সেটা ছড়িয়ে দেওয়া হয় বিভাগের সরকারি টুইটার পেজে। 

বুধবারই প্রাথমিম চিকিৎসার পর ছুটি দেওয়া হয় ওই চালককে। 

.