প্রশ্নপত্র হাতে পাওয়ার পাঁচ মিনিট বাদে সাড়ে ন’টা থেকে লেখা শুরু করা যাবে
হাইলাইটস
- দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিজিবিএসই
- বোর্ডের ওয়েবসাইট থেকে এই দুটি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছ
- দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল মানে মার্চ মাসের ১ তারিখ থেকে
নিউ দিল্লি: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ছত্তিশগড় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন( সিজিবিএসই)। বোর্ডের ওয়েবসাইট থেকে এই দুটি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল মানে মার্চ মাসের ১ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ২৩ তারিখ। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১২ মার্চ। শেষ হবে ২৯ তারিখ।
CGBSE Board Exam Admit Card: কিভাবে ডাউনলোড করবেন?
প্রথম ধাপঃ পরীক্ষার নিয়ামক সংস্থার সরকারি ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হল www.cgbse.nic.in
দ্বিতীয় ধাপঃ হোম পেজে অ্যাডমিট কার্ড লেখা অংশে ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ এখানে রোল নম্বর বা পড়ুয়ার নাম বয়া তার বাবার নাম লিখতে হবে।
চতুর্থ ধাপঃ : ভেরিফিকেশন সংক্রান্ত প্রশ্নের জবাব দিন।
পঞ্চম ধাপঃ ‘গেট ডিটেল' লেখা অংশে ক্লিক করলে স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে। এবার এটাকে ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট নিয়ে নিন।.
অ্যাডমিট কার্ড ডাউনলোডের পাশাপাশি পরীক্ষার নিয়মকানুনও জানতে হবে ভাল করে। পড়ুয়াদের সকাল ৯ টার আগে পরীক্ষা কেন্দ্র ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। মিনিট পাঁচেকের মধ্যে তাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র দেওয়া হবে আরও মিনিট কুড়ি বাদে। এই ফাঁকে উত্তরপত্রের মধ্যে নাম, রোল নম্বর-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য লিখে ফেলতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পাঁচ মিনিট বাদে সাড়ে ন'টা থেকে লেখা শুরু করা যাবে।