This Article is From Aug 05, 2019

উনিশ বছরের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপির দাবি, পিন্টুকে হত্যা করে তার দেহ গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য যাতে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানো যায়।

উনিশ বছরের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, শাসক দল আশ্রিত দুর্বৃত্তরাই খুন করেছে পিন্টুকে। (প্রতীকী চিত্র)

কলকাতা:

উনিশ বছরের বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল মেদিনীপুরের (Midnapore) পিংলা জেলায়। রবিবার ওই তরুণের দেহ একটি গাছ থেকে ঝুলতে দেখা যায়। তার পরিবার এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে অভিযোগের আঙুল তুলেছে। পুলিশ জানিয়েছে, ‘‘পিংলার নারানদিঘির বাসিন্দা পিন্টু মান্নার গাছ থেকে অবস্থায় ঝুলন্ত দেহ রবিবার সকালে তার বাড়ির কাছে পাওয়া গিয়েছে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।'' বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, শাসক দল আশ্রিত দুর্বৃত্তরাই খুন করেছে পিন্টুকে। এই নিয়ে রবিবার বিজেপি কর্মীরা এলাকায় বিক্ষোভও দেখান। তাঁদের দাবি, পিন্টুকে হত্যা করে তার দেহ গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য যাতে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানো যায়।

নিহত পিন্টুর এক আত্মীয় জানাচ্ছেন, ‘‘আমাদের ছেলে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ পাশের গ্রামে ওর কাকার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বেরিয়েছিল। কিন্তু ও আর বাড়ি ফেরেনি। এগারোটা নাগাদ এক স্থানীয় বাসিন্দা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পান সামনের একটি গাছ থেকে ঝুলছে মুখে তোয়ালে জড়ানো মৃতদেহ। তিনি তৎক্ষণাৎ গ্রামের অন্যদের খবর দেন। যখন পুলিশ এসে দেহটি উদ্ধার করে, তখন আমরা দেখতে পাই দেহটি ওর।''

সোশ্যাল মিডিয়ায় মন্তব্য, ইঞ্জিনিয়ারিং ছাত্রকে বেধড়ক মারধর কলেজের সিনিয়রদের

তিনি আরও বলেন, ‘‘আমাদের সন্দেহ শাসক দল (তৃণমূল কংগ্রেস) এই হত্যার সঙ্গে যুক্ত। এটা একটা রীতিমতো পরিকল্পিত খুন।''

প্রশান্তের কৌশলেই স্বমহিমায় ফিরবে ‘ব্র্যান্ড মমতা' ইমেজ, আশা তৃণমূলের

তৃণমূল‌ নেতারা অবশ্য এই অভিযোগকে অস্বীকার করে দাবি করেছেন, বিজেপি এই মৃত্যুকে রাজনৈতিক রং দিতে চাইছে।

তৃণমূলের পিংলা ব্লক সভাপতি শেখ সাবরাতি জানিয়েছেন, ‘‘তরুণটি আত্মহত্যা করেছে এবং বিজেপি তাতে রাজনৈতিক রং মেশাতে চাইছে। যখনই এমন কিছু ঘটে ওরা সেটাই করে।''

.