This Article is From Nov 11, 2018

ধর্মতলার হোটেল থেকে উদ্ধার এক ছাত্রের মৃতদেহ

এসপ্ল্যানেডের এক অভিজাত এলাকার হোটেল থেকে শনিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ওই ব্যক্তির নাম হর্ষ বালানি (২৪)। তিনি গুজরাটের বাসিন্দা।

ধর্মতলার হোটেল থেকে উদ্ধার এক ছাত্রের মৃতদেহ

খোলা শাওয়ারের নিচে পড়ে ছিল ওই মৃতদেহ।

কলকাতা:

এসপ্ল্যানেডের এক অভিজাত এলাকার হোটেল থেকে শনিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ওই ব্যক্তির নাম হর্ষ বালানি (২৪)। তিনি গুজরাটের বাসিন্দা। ঝাড়খণ্ড থেকে এমবিএ করছিলেন। গত শুক্রবার সংশ্লিষ্ট হোটেলটিতে উঠেছিলেন তিনি। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ওই হোটেলের বাথরুম থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। সেখান থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 'মৃত' বলে ঘোষণা করেন। তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। 

পুলিশ জানিয়েছে, বাথরুমের ভিতরে খোলা শাওয়ারের তলায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তির দেহ। বাথরুম থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। 

ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

.