আগামী মঙ্গলবার ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
- দুদশকের অপেক্ষার পর শেষমেশ তৈরি হল ডবল ডেকার রেল অ্যান্ড রোড ব্রিজ
- তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি ডি দেবেগৌড়া রেল- রোড ব্রিজের শিলান্যাস করেন
- আগামী মঙ্গলবার ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুয়াহাটি:
দীর্ঘ দুদশকের অপেক্ষার পর শেষমেশ তৈরি হল ডবল ডেকার রেল অ্যান্ড রোড ব্রিজ। ব্রহ্মপুত্র নদের উপর এই সেতু নির্মাণের দাবি বহুদিন ধরেই করে আদছিলেন অসম এবং অরুণাচল প্রদেশের মানুষ। সেই মতো ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি ডি দেবেগৌড়া রেল- রোড ব্রিজের শিলান্যাস করেন। কয়েক বছর আটকে থাকার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অধুনা প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। আগামী মঙ্গলবার ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।.
লোকসভায় ১৭ টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ, রামবিলাস প্রার্থী দেবেন ৬টি কেন্দ্রে
উদ্বোধনের পরই সেতুটি খুলে দেওয়া হবে। গোটা ব্যাপারটাই অনেকর কাছে প্রত্যাশা পূরণের মতো।
কথা হচ্ছিল গোপাল গগৈয়ের সঙ্গে। তিনি জানান অটলবিহারী বাজপেয়ী যখন নির্মাণ কাজের উদ্বোধন করেন তখন আমি স্কুলে পড়তাম। সেই দিনটার কথা মনে আছে এখনও।
এই সেতু চালু হয়ে গেল সুবিধা হবে বহু মানুষের। যাতায়াতের সময় কমবে। অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত যেতে এখনকার চেয়ে অন্তত দশ ঘণ্টা কম সময় লাগবে। এই বগিবেল ব্রিজ সেনা জওয়ানদেরও সাহায্য করবে। ভারতীয় রেলের তৈরি এই ডবল ডেকার সেতুতে দুটি রেললাইন থাকছে। তার অনেকটা উপর দিয়ে যাবে তিন লেনের রাস্তা।