This Article is From Mar 11, 2020

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলিউড পরিচালক সুধীর মিশ্রর টুইট

সুধীর মিশ্র (Sudhir Mishra) টুইটে জানিয়েছেন, ‘‘এই সময়টাকে নিয়ে ছবি করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত কীভাবে মখ্য রাজনৈতিক নেতারা জনতাকে অনাথের মতো করে ছেড়ে দিয়েছেন।’’

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলিউড পরিচালক সুধীর মিশ্রর টুইট

সুধীর মিশ্র (Sudhir Mishra) দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টুইট করলেন

হাইলাইটস

  • দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টুইট সুধীর মিশ্রর
  • তিনি টুইট করে লেখেন, এই পরিস্থিতি নিয়ে ছবি করা দরকার
  • তাঁর টুইটটি ভাইরাল হয়েছে
নয়াদিল্লি:

দেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। কংগ্রেস (Congress) নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) দল ছেড়েছেন। তবে তাঁর শিবিরের ১০ জন বিধায়ক এবং দু'জন মন্ত্রী বিজেপিতে যেতে প্রস্তুত নন। এমন রাজনৈতিক পরিস্থিতিতে টুইট করলেন বলিউডের পরিচালক সুধীর মিশ্র (Sudhir Mishra)। টুইটটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, এই পরিস্থিতি নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা প্রয়োজন। তিনি টার্গেট করেন নেতাদেরও। বহু লোক তাঁর টুইটটিকে লাইক করেছেন। জমা পড়ছে নানা রকম কমেন্টও।

সুধীর মিশ্র টুইটে জানিয়েছেন, ‘‘এই সময়টাকে নিয়ে ছবি করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত কীভাবে মখ্য রাজনৈতিক নেতারা জনতাকে অনাথের মতো করে ছেড়ে দিয়েছেন।''

খুব শিগগির বিজেপিতে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: ১০ তথ্য

এই প্রথম নয়। এর আগেও সুধীর মিশ্র তাঁর টুইটের কারণে আলোচনায় এসেছেন। সমসাময়িক বিষয়ে মন্তব্য করাই নয়, অন্যকে আক্রমণের নিশানাও করেন এই পরিচালক।

"নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে ব্যস্ত প্রধানমন্ত্রী": রাহুল গান্ধি

মঙ্গলবার, হোলির দিন সকালে নাটকীয় ভাবে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তারপরেই, তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির উদ্দেশে নিজের পদত্যাগের একটি চিঠি টুইট করে "নতুন শুরুর" কথা বলেন এবং বলেন: ‘‘বরাবরই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করা, কিন্তু আমি মনে করছি এই দলের মধ্যে থেকে সেই কাজ আর আমি করতে পারছি না।''

.