हिंदी में पढ़ें
This Article is From Mar 24, 2020

লকডাউন না মেনে রাস্তায় বেরনোয় ওঠবোস করাল পুলিশ, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী মোদি সোমবার একটি টুইট করে উদ্বেগ প্রকাশ করে বলেন যে অনেকেই লকডাউনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না।

Advertisement
অল ইন্ডিয়া Written by , Edited by

বলিউডের চলচ্চিত্র প্রযোজক অতুল কাসবেকর (Atul Kasbekar) ভিডিওটই শেয়ার করেছেন।

Highlights

  • নিয়মের তোয়াক্কা না করে রাস্তায় বেরনোয় ওঠবোস করাল পুলিশ
  • মুম্বইয়ের প্রযোজক অতুল কাসবেকর এটি শেয়ার করেছেন
  • ভিডিওটি ভাইরাল হয়েছে
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কে প্রায় গোটা দেশ লকডাউন। সারা দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে সম্পূর্ণ লকডাউন। মুম্বই সহ দেশের বহু শহরে জারি হয়েছে কার্ফু। এই পরিস্থিতিতে বলিউডের চলচ্চিত্র প্রযোজক অতুল কাসবেকর (Atul Kasbekar) একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশ নিয়ম ভেঙে রাস্তায় বেরিয়ে পড়া লোকদের শাস্তি দিচ্ছে। ভিডিওটি ভাইরাল হয়েছে। বহু নেটিজেন কমেন্টও করছেন। অতুল পুলিশের এই কড়া ব্যবস্থাপনার প্রশংসা করে বাকিদের সঙ্গেও একই রকম ব্যবহারের আর্জি জানিয়েছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘‘মুম্বই পুলিশের দারুণ একটি পদক্ষেপ। দৃশ্যটি এক বন্ধুর বাড়ির নীচের। কয়েকটি তরুণ কার্ফু ও সামাজিক দূরত্বের নিয়মের তোয়াক্কা না করার চেষ্টা করায় পুলিশ তাদের মারধর করে ও উঠবোস করতে বলে। দারুণ। এমনটাই করা উচিত।''

এখনও পর্যন্ত গোটা দেশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সবথেকে বেশি দেখা গিয়েছে মহারাষ্ট্রে। অতুল কাসবেকরের শেয়ার করা ভিডিওটির তলায় জমা পড়েছে বহু কমেন্ট।

প্রধানমন্ত্রী মোদি সোমবার একটি টুইট করে উদ্বেগ প্রকাশ করে বলেন যে অনেকেই লকডাউনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। মারণ রোগটি বিশ্ব জুড়ে কমপক্ষে ১৪,০০০ মানুষের জীবন কেড়েছে এবং ৩ লক্ষেরও বেশি মানুষ এই রোগে সংক্রমিত হয়েছেন।

Advertisement

এদিকে গোটা দেশে ট্রেন, মেট্রো এবং আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুধবার থেকেই বিমান চলাচলও বন্ধ হয়ে যাবে।

Advertisement