আইটি অ্যাক্ট অনুযায়ী এইভাবে আইনি নোটিস পাঠানো এখন যথেষ্ট বৈধ
মুম্বাই: বোম্বে হাইকোর্ট গত শুক্রবার জানিয়েছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠানো কাউকে আইনি নোটিস যথেস্ট গ্রহণযোগ্য। সরাসরি পাঠানো আইনি নোটিসের মতনই মেসেজের মাধ্যমে পাঠানো নোটিস ঠিক ততটাই মানবে কোর্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড পেমেন্ট ডিভিশনের দায়ের করা একটি মামলা শুনানির সময় হাইকোর্ট এই গোটা বিষয়টা পর্যালোচনা করার পর এই উক্তিটি করেন। মামলা চলাকালীন এসবিআই আদালতকে জানায় যে, তাদের ক্লায়েন্ট, মুম্বাইয়ের বাসিন্দা রোহিত যাদব তাদের ফোন আর নোটিস বারবার এড়িয়ে চলছিলেন।
আদালতকে এসবিআই জানায় যে, 8 ই জুন তাদের দ্বারা অনুমোদিত একজন কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদবকে অবশেষে আইনি নোটিশ প্রদান করেন। এবং তারা এটাও জানান সেই "পিডিএফ ফাইল (আইনি নোটিস) শুধুমাত্র ডেলিভার্ড হয়নি বরং রোহিত যাদব সেটা ডাউনলোড করে পড়েনও। কারণ যেই মুহূর্তে তিনি সেই ফাইলটি ডাউনলোড করেন অন্যদিকের মানুষটা ব্লু টিক চিহ্নটি দেখতে পারেন, যেটা দেখে বোঝা যায় যে নোটিসটি তিনি পেয়ে গেছেন।
XXI অর্ডারের 22 নম্বর রুল অনুযায়ী বিচারপতি গৌতম প্যাটেল গোটা বিষয়টি শোনার পর হোয়াটস অ্যাপে আইনি নোটিস পাঠানোর ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করেন। এবং তিনি এটাও জানান, যেখানে একটি মেসেজের সাথে ফাইল পাঠানো হয় এবং ব্লু টিকের মাধ্যমে বোঝা যায় সেটা দেখা এবং পড়া দুই হয়েছে তখন গোটা বিষয়টাই এখন বৈধ।
হাইকোর্ট এসবিআইকে শুনানির পরবর্তী দিনে রোহিত যাদবের বাড়ির ঠিকানা প্রদান করার নির্দেশ দিয়েছে, যেটা দিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে চলেছে কোর্ট। তিনি 2010 এবং 2011 সালে এক লক্ষ টাকা এবং 85,000 টাকা অনাদায়ের দোষী সাব্যস্ত হয়ে ছিলেন এবং তাকে সুদসহ গোটা টাকা ফেরত দিতে হয়েছিল। আইটি অ্যাক্ট অনুযায়ী এইভাবে আইনি নোটিস পাঠানো এখন যথেষ্ট বৈধ এবং যার দৌলতে ব্যাঙ্ক যথেস্ট সুরাহা পেতে চলেছে।