This Article is From Nov 01, 2018

কলকাতার বিখ্যাত স্থাপত্যর ছবি নিয়ে বই প্রকাশিত হল

২৭০০-এর বেশি কলকাতার বিশ্ববিখ্যাত বিল্ডিং এবং বিস্ময়কর তথ্য নিয়ে একটা কফি টেবিল বই, “কলকাতা দ্য হ্যাপেনিং সিটি” প্রকাশিত হল।

কলকাতার বিখ্যাত স্থাপত্যর ছবি নিয়ে বই প্রকাশিত হল

মুদার পাথের‍্যার মস্তিষ্কপ্রসূত 'কলকাতা দ্য হ্যাপেনিং সিটি' বইটির প্রকাশক বেলানি গ্রুপ।

নিউ দিল্লী:

২৭০০-এর বেশি কলকাতার বিশ্ববিখ্যাত বিল্ডিং এবং বিস্ময়কর তথ্য নিয়ে একটা কফি টেবিল বই, “কলকাতা দ্য হ্যাপেনিং সিটি” প্রকাশিত হল। বইতে এই শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন অজানা বহু তথ্যের হদিশ ছবির মাধ্যমে দেওয়া হয়েছে এবং শহরে উল্লেখযোগ্য বিভিন্ন স্থাপত্য শিল্পের নিদর্শন তুলে ধরা হয়েছে যা এই মেট্রোপলিটন শহরকে যুগ যুগ ধরে সমৃদ্ধ করে এসেছে।

মুদার পাথের‍্যার মস্তিষ্কপ্রসূত এবং বেলানি গ্রুপ প্রকাশিত বইটি আসলে একটা এনসাইক্লোপিডিয়া যা এই শহরের উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প ও অজানা তথ্য সমূহ সকলের সামনে তুলে ধরেছে। শহরের বিভিন্ন ল্যান্ডমার্ক যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজ, রাজ ভবন, মার্বেল প্যালেস, নাখোদা মসজিদ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, কলকাতা হাই কোর্ট, হাওড়া স্টেশন, ইডেন গার্ডেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিখ্যাত মোকাম্বো রেস্তোরাঁ ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন অজানা বিস্ময়কর তথ্য তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশিত হয় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের বায়োটেকনোলজি সাইন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ব্রাত্য বসুর উপস্থিতিতে।

.