This Article is From Feb 02, 2019

এখনও পর্যন্ত বইমেলায় সবথেকে বেশি বিক্রি হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর বই

তিনি এই কথাটিও বলেছিলেন যে, সম্প্রতি এক জেলা সফরে যাওয়ার সময় তাঁর একটি বইয়ের শেষ অনুচ্ছেদটি বইটির সম্পাদককে তিনি মেসেজ করেই পাঠিয়ে দিয়েছিলেন।

এখনও পর্যন্ত বইমেলায় সবথেকে বেশি বিক্রি হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর বই

একদিনের মধ্যে ৩০০ কপি বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লিখিত ‘বিপন্ন ভারত’

কলকাতা:

সদ্য শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে। বিকেল শেষ হওয়ার পর সন্ধের দিকে ভালোই ভিড় হল শুক্রবার। অফিস ফেরতা বাঙালি পাঠক তথা ক্রেতারা একের পর এক ঢুঁ মারলেন বিভিন্ন স্টলে। কিন্তু, এই দু'দিনে সবথেকে বেশি বিক্রি হল কোন বই? বা, কার বই? উত্তরটি হল- মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের বইমেলায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ৭'টি বই প্রকাশিত হয়েছে। যার ফলে, এই মুহূর্তে তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা হল- ৮৭। এর আগেই, ২০১৯ সালের ৪৩-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের দিন উপস্থিত হয়ে তিনি মঞ্চে বক্তব্য পেশ করতে উঠে জানিয়েছিলেন যে, আর ‘মাত্র' ১৩'টা বই লিখে ফেললেই সেঞ্চুরি করে ফেলবেন তিনি!

তিনি এই কথাটিও বলেছিলেন যে, সম্প্রতি এক জেলা সফরে যাওয়ার সময় তাঁর একটি বইয়ের শেষ অনুচ্ছেদটি বইটির সম্পাদককে তিনি মেসেজ করেই পাঠিয়ে দিয়েছিলেন।

ঠাকুরনগরে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

এর আগে একাধিক কবিতা, প্রবন্ধ, উপন্যাস লিখেছেন তিনি। এবারের বইগুলির বিষয় কী? তাঁর বইগুলির প্রকাশক দে'জ পাবলিশিং-এর পক্ষ থেকে শুভঙ্কর দে জানান, এর মধ্যেই ‘বিপন্ন ভারত' ৩০০ কপি এবং ‘আমি', ‘শিশুদোলা', ‘নামাঞ্জলী সমগ্র'-এর মতো বইগুলি ১০০ কপির বেশি বিক্রি হয়ে গিয়েছে। এই বইগুলির মধ্যে কোনওটা কবিতার, কোনওটা বা রাজনৈতিক প্রবন্ধের।

তাঁর বইগুলির আরেক প্রকাশক ‘বি বুকস'-এর পক্ষ থেকে এষা চট্টোপাধ্যায় জানালেন, আমাদের কাছে তাঁর কবিতাগুলির ইংরেজি অনুবাদ বই হয়ে বেরিয়েছে। বইটির নাম- মাইসেলফ। প্রায় ১০০ কপি বিক্রি হয়েছে সেই বই।

মেলা প্রাঙ্গনেই পাওয়া গেল রাজীব সেনগুপ্তকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘বিপন্ন ভারত' বইটি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে খুঁজে চলেছেন তিনি। কেন এই বইটি খুঁজছেন আপনি? প্রশ্নের উত্তরে রাজীববাবু জানালেন, উনি এখন আর কেবল এই রাজ্যের নেত্রী নন। একজন জাতীয় নেত্রী। তাই এই মুহূর্তে দেশের পরিস্থিতি নিয়ে তাঁর পর্যালোচনাটি জানার জন্য আমি অত্যন্ত উদগ্রীব।

আর ১৩'টা বই লিখলেই ‘শতরান' হবে তাঁর! মুখ্যমন্ত্রীর নিজের কথায়, খুব তাড়াতাড়ি আরও ১৩'টা বই লিখে ফেলে আগামী বছরের বইমেলাতে প্রকাশ করে ফেলার ব্যাপারে আমি আশাবাদী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.