বাংলাদেশ থেকে উত্তর ২৪ পরগনা জেলায় পাচার করার সময় পাখিগুলি বাজেয়াপ্ত করে বিএসএফ। (প্রতীকী ছবি)
হাইলাইটস
- বৃহস্পতিবার ৭০টি বিদেশি পাখি আটক করল বিএসএফ।
- পাখিগুলিকে পেট্রাপোলে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
- পেট্রাপোল হল ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী চেকপয়েন্ট।
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ: বৃহস্পতিবার ৭০টি বিদেশি পাখি আটক করল বিএসএফ (Foreign Birds) । বাংলাদেশ (Bangladesh) থেকে উত্তর ২৪ পরগনা জেলায় পাচার করার সময় ওই পাখিগুলি বাজেয়াপ্ত করে বিএসএফ (BSF)। আগাম খবর পেয়ে বিএসএফ ‘ইংলিশ বাজি' English Budgie birds পাখিগুলিকে বাজেয়াপ্ত করার পরে শুল্ক দফতরে পাঠিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ান বাজেরিগার Australian Budgerigar প্রজাতিভুক্ত ওই পাখিগুলি। টুইটারে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ‘‘নির্দিষ্ট খবর পাওয়ার পরে বেলা ১২.২৩-এ troops of BOP (Border Out Post) গুনরমঠ ৬৪ ব্যাটেলিয়ন বিএসএফ ৭০টি পাখি আটক করে যেগুলি বাংলাদেশ থেকে ভারতে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল।''
মমতাকে ‘জয় শ্রী রাম' লেখা পোস্টকার্ড পাঠানো হবে: ত্রিপুরার বিজেপি নেত্রী
ওই টুইটে আরও জানানো হয়, ‘‘আটক পাখিগুলিকে পেট্রাপোলে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।''
হাসপাতাল পরিদর্শনে গেলে আন্দোলনকারী চিকিৎসকরা তাঁকে অবমাননা করেছেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
পেট্রাপোল হল ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী চেকপয়েন্ট। এটি ভারতে অবস্থিত।