বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মৌলালির রাহুল মল্লিকের (প্রতীকি ছবি)
কলকাতা: শহরে ডেঙ্গিতে বুধবার এক কিশোরের মৃত্যু হল। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে ২০ হল বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। তিনি জানান, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসাধীন ছিল মৌলালির বাসিন্দা রাহুল মল্লিক। বুধবার তার মৃত্যু হয়। দুদিন আগে রাহুল মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তিনি।
হাসপাতালে এখনও ৮টি ডেঙ্গি-আক্রান্ত শিশু চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের ওই আধিকারিক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)