অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কলকাতা: উত্তর কলকাতার (North Kolkata) কলেজ স্কোয়ারে (College Square) সাঁতার শিখতে আসা এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হল রবিবার। মৃত কিশোরের নাম মহম্মদ শাহবাজ। এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, সাঁতার শিখতে কলেজ স্কোয়ারে এসেছিল শাহবাজ। এরপর জলে ডুবে তার মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কলকাতা পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই সুইমিং পুল আপাতত বন্ধ রাখা হবে। যতদিন না তদন্ত শেষ হচ্ছে তা বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
উনিশ বছরের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তির তৃণমূলের দিকে
পুরসভার মেয়র-ইন-কাউন্সিল দেবাশিস কুমার জানিয়েছেন, ‘‘আমরা পরীক্ষা করে দেখছি কী করে এই দুর্ঘটনা ঘটল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলটি বন্ধ রাখা হবে।''
সুইমিং পুল কর্তৃপক্ষ দাবি করেছেন, শাহবাজ কোনও প্রশিক্ষককে না জানিয়ে প্রশিক্ষিত সাঁতারুদের জন্য যে বড় পুল সেখানে নেমে গিয়েছিল।
কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা গ্রুপের ডাইভাররা এসে শাহবাজের দেহ উদ্ধার করে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)