কর্ণাটকের কোড়াগুর সেনা স্কুলের বাথরুম থেকে উদ্ধার করা হল এক 15 বছর বয়সী এক ছাত্রের দেহ।
সোমবার দক্ষিণ কর্ণাটকের কোড়াগু জেলার একটি স্কুলের বাথরুমে এক 15 বছরের ছাত্রের দেহ উদ্ধার করা হল। জানাল পুলিশ। মৃত্যুর আগে ওই ছাত্রকে এক শিক্ষক প্রচণ্ড বকাবকি করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই কথা জানিয়েছে এনডিটিভিকে।
পুলিশ এনডিটিভিকে জানায় এক কম্পিউটার শিক্ষক নবম শ্রেণীর এক ছাত্রকে কম্পিউটারে পর্ন দেখার জন্যে তীরস্কার করেন। সংশ্লিষ্ট ছাত্রটিকে ক্ষমা চেয়ে একটি চিঠি দিতেও বলা হয়েছিল।
তাকে তীরস্কার করার পরেই, পুলিশ জানায়, ওই ছাত্রটি কেমিস্ট্রি ল্যাবে যায় এবং সেখান থেকে রাসায়নিক নিয়ে সটান নিজের গলায় ঢেলে দেয়। সেই দৃশ্য পরিষ্কার দেখতে পাওয়া গিয়েছিল সিসিটিভিতে। রাসায়নিক খাওয়ার পর সে স্কুলের বাথরুমে গিয়ে নিজেকে ভেতর থেকে বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটে দুপুর দেড়টা নাগাদ।
বিকেল চারটের অ্যাটেনন্ডেন্স কলের সময় ওই ছাত্র অনুপস্থিত থাকলেও কারও নজরে পড়েনি তা সেভাবে। সন্ধে সাড়ে ছ’টার সময় নাম ডাকার পরও তাকে না পেয়ে চারিদিকে খোঁজ খোঁজ পড়ে যায়। তারপরও তাকে খুঁজে না পেয়ে তার বাবাকে খবর দেওয়া হয়। তিনি ওই স্কুলে অস্থায়ী হকি কোচ হিসাবে কাজ করেন।