This Article is From Feb 21, 2019

পুরনো ব্যবহৃত নোংরা জুতো ৬০ হাজার টাকায় বেচছে এই বিখ্যাত বিদেশি ব্র্যান্ড!

নেট নাগরিকদের মতে, যে জুতো গুচি বিক্রি করছে তা দেখেই মনে হচ্ছে অন্তত টানা ৬ মাস কেউ ওই জুতো পরে মাঠে কাজ করেছে।

পুরনো ব্যবহৃত নোংরা জুতো ৬০ হাজার টাকায় বেচছে এই বিখ্যাত বিদেশি ব্র্যান্ড!

'পুরনো নোংরা' জুতো বেচে ট্রোলিংয়ের মুখে গুচি (Italian luxury fashion brand Gucci)

জুতো কেনার সময় আপনি মাথায় যে যে জিনিস রাখেন তার মধ্যে রয়েছে আরাম, স্টাইল, কার্যকারীতা এবং অবশ্যই দাম। বিশেষ করে ব্র্যান্ডেড জুতো বললেই ঝাঁ চকচকে নতুন আরামদায়ক এক জোড়া পাদুকার কথাই তো মনে আসে। কিন্তু যদি দেখেন পুরনো ব্যবহার করা জুতোই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বেচছে তাহলে? আর সেই পুরনো, নোংরা, ব্যবহৃত জুতোর দাম যদি হয় হাজার ষাটেক! 

কুমীর বনাম পাইথনের বীভৎস যুদ্ধ! জিতল কে? দেখুন হাড় হিম করা ভিডিও

ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড গুচি (Italian luxury brand Gucci ) তাঁদের একটি জুতো বিক্রির জন্য অনলাইনে দুর্দান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছেন। নেট নাগরিকদের মতে, যে জুতো গুচি বিক্রি করছে তা দেখেই মনে হচ্ছে অন্তত টানা ৬ মাস কেউ ওই জুতো পরে মাঠে কাজ করেছে। তবে সে নোংরা জুতো হলেও চাপ নেই, তাবলে এমন দাম! নোংরা ওই জুতো জোরার দাম শুনলে হাসবেন না অবাক হবেন ভাবতেই সময় পেরিয়ে যাবে একথা সত্য। এই জুতোজোড়ার দাম হচ্ছে ৮৭০ ডলার, মানে ভারতীয় মুদ্রায় যা ৬১ হাজার টাকা!

এক নজরে দেখে নিন:

গুচির মতে, তাদের ক্রুজ ২০১৯ সংগ্রহ থেকে ক্যানভাস এবং চামড়া জুতোর আসলে এটি একটি ‘ভিন্টেজ এফেক্ট! যাইহোক, গুচির বক্তব্যে নেটিজেনরা মোটেও প্রভাবিত নন। তাঁরা জোর কদমে চালিএয়ে যাচ্ছে ট্রোলিং। দেখুন কিছু প্রতিক্রিয়া: 

এক মানুষ সমান দৈত্যাকার বাঁধাকপি ফলিয়ে রেকর্ড গড়লেন এই দম্পতি

এই ইতালিয়ান হাই ফ্যাশন ব্র্যান্ড পুরনো দেখতে জুতো বিক্রি করার জন্য এই প্রথম যে সমালোচনার মুখে পড়েছে তা নয়। গত বছর, গোল্ডেন গুজ টেপ দিয়ে জোড়া এমন দেখতে একজোড়া জুতো বিক্রির জন্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

 

Click for more trending news


.