This Article is From Apr 14, 2020

পুরাতন বৎসরকে বিদায় দিয়ে নতুনকে কবিতায় বরণ ব্রততীর,দেখুন ভিডিও

শিল্পী ব্রততী বন্দোপাধ্যায় (Bratati Bandyopadhyay)পুরাতন বছরের সমস্ত ব্যথা,বেদনা, ক্লান্তি সবকিছু ভুলে নতুনকে আবাহন করছেন রবি ঠাকুরের কবিতার মাধ্যমে।

পুরাতন বৎসরকে বিদায় দিয়ে নতুনকে কবিতায় বরণ ব্রততীর,দেখুন ভিডিও

নতুনকে কবিতায় বরণ ব্রততীর

হাইলাইটস

  • পুরাতন বৎসরকে বিদায় দিয়ে নতুনকে কবিতায় বরণ ব্রততীর
  • সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন ব্রততী বন্দোপাধ্যায়
  • মাঝেমাঝে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিও
কলকাতা:

গোটা পৃথিবী জুড়েই করোনার ভয়াল থাবা।বিশ্বের তাবড় তাবড় তাবড় দেশ লড়াই করছে করোনার বিরুদ্ধে। দেশেও করোনা আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। এই অবস্থায় লক ডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। চলবে আগামী ৩ রা মে পর্যন্ত। এরইমধ্যে আজ বাঙালির নতুন বছরের শুরু। বর্ষবরণ উৎসবের দিনটা আর পাঁচটা বছরের মতো একেবারেই নয় এবছর। নেই কোনও অনুষ্ঠান, নেই গান, নেই গল্প, নেই আবৃত্তি। অন্য বছর এই সময়টা বাংলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যস্ত থাকেন শিল্পীরা। এবছর নেই কোনও অনুষ্ঠান। একেবারে ঘরবন্দি আমরা সবাই প্রকৃতির রোষে।তাই বাঙালির নতুন বছরে শিল্পীরা ঘরে বসেই আবাহন করছেন নতুন বছরকে(Bengali New Year)।

যেমন বাচিক শিল্পী ব্রততী বন্দোপাধ্যায়(Bratati Bandyopadhyay)। পুরাতন বছরের সমস্ত ব্যথা,বেদনা, ক্লান্তি সবকিছু ভুলে নতুনকে আবাহন করছেন রবি ঠাকুরের কবিতার মাধ্যমে। ফেসবুকে ভিডিও পোস্ট করে এভাবেই নতুন বছরে তার মনের ভাবনা ব্যক্ত করলেন শিল্পী ব্রততী।

দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন ব্রততী বন্দোপাধ্যায় । মাঝেমাঝে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিও। ইতিমধ্যেই এই পোস্টটিতে ৬০০ র বেশি লাইক হয়েছে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন এতে।গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০০ পার করেছে। মৃতের সংখ্যা ৩০০ পার করেছে।যদিও  আশার  কথা অনেকে সেরেও উঠছেন করোনা থেকে।গোটা দেশে ২১ দিনের লোকডাউন আজই শেষ হচ্ছে।আজই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ রা মে করা হল গোটা দেশেই।

.