কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমকে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট, তবে শীর্ষ আদালত তাঁকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, এয়ারসেল-ম্যাক্সিস মামলার তদন্তে, তদন্তকারীদের সঙ্গে  সহযোগিতা না করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে আদালত। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অভিযুক্ত কার্তি চিদাম্বরম। কর্মসংস্থান বিষয়ক পরিসংখ্যান নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান সহ জাতীয় পরিসংখ্যান কমিশনের দুজন বেসরকারি সদস্য, তাঁদের উদ্বেগ নির্বাচনের আবহে বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে। স্বশাসিত এই কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রধান পিসি মহানন এনডিটিভিকে জানিয়েছেন, তাঁকে “সিরিয়াসলি নেওয়া হচ্ছে না”, এবং বেশ কয়েক মাস ধরেই তিনি একঘরে হয়ে রয়েছেন।