"মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রায় একঘণ্টার দীর্ঘ আলোচনা হয়েছে। এদিনের বৈঠক ঘিরে আমি সন্তুষ্ট।" এদিন টুইট করেন রাজ্যপাল। (ফাইল ছবি)
হাইলাইটস
- রাজ ভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক
- রাজ ভবন আর নবান্নর বরফ গলা ইঙ্গিত এই বৈঠকে, দাবি একটা সূত্রের
- অরায় এক ঘণ্টা একাধিক ইস্যুতে দুই জনের বৈঠক হয়েছে বলেই খবর
কলকাতা: বরফ গলার ইঙ্গিত দিয়ে রাজ ভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবার হওয়া দ্বিপাক্ষিক এই বৈঠকের নির্যাস জানা যায়নি। তবে, গত জুলাইয়ের পর এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের প্রথম বৈঠক। ২০১৯ জুলাই মাসে রাজ্যপাল হিসেবে এ রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তারপর থেকে ক্রমাগত বিভিন্ন ইস্যুতে বেড়েছে নবান্ন-রাজভবন সংঘাত। কিন্তু সাম্প্রতিক বাজেট বক্তৃতায় সেই সংঘাত প্রশমনের ইঙ্গিত দিয়েছিলেন খোদ জগদীপ ধনখড়। প্রাথমিকভাবে বিরোধিতা করলেও পড়ে রাজ্যের লেখা বাজেট খসড়া পাঠ করেন রাজ্যপাল।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে চা-সহযোগে খোশমেজাজে দেখা গিয়েছে দুই প্রধানকে
এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে চা-সহযোগে খোশমেজাজে দেখা গিয়েছে দুই প্রধানকে। সেই প্রথাকে এদিন এগিয়ে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এমনটাই নবান্ন সূত্রে খবর। একাধিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হলেও, কোনওপক্ষ সেই বিষয়গুলো খোলসা করেনি। তবে, বৈঠকের পর রাজ্যপাল টুইটে লেখেন,"মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রায় একঘণ্টার দীর্ঘ আলোচনা হয়েছে। এদিনের বৈঠক ঘিরে আমি সন্তুষ্ট।" যদিও টুইটের পাল্টা মুখ্যমন্ত্রী কিংবা সরকারি তরফে পাওয়া যায়নি।
মাঝ রাস্তায় বাঘের তাড়া, প্রাণ হাতে করে ফিরলেন যাত্রীরা, দেখুন ভিডিও
রাজ ভবন সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী রাজ্যপাল। কিন্তু একাধিক পূর্বঘোষিত কর্মসূচি থাকায় এযাবৎকাল সময় দিতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই সন্ধিক্ষণ সোমবার পূর্ণ হল, দাবি করেছে রাজ ভবনের সেই সূত্র। ইতিমধ্যে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ ভবন সংঘাত বেড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্বর্ধনা, হেলিকপ্টার বিতর্ক হোক কিংবা বাম পড়ুয়া দ্বারা মন্ত্রী বাবুল সুপ্রিয়র হেনস্থা। প্রতি ক্ষেত্রেই নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ টানতে দেখা গিয়েছে রাজ্যপালকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে বিক্ষোভ এবং সে আঁচে পুলিশকর্তাকে ধমক' সেই সংঘাতের আবহ আরও বাড়িয়ে দিয়েছিল। এমনকি, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর পঠনপাঠন পরিবেশ পর্যালোচনার বৈঠকে গরহাজির ছিলেন উপাচার্যরা।
সোমবার হওয়া দ্বিপাক্ষিক এই বৈঠকের নির্যাস জানা যায়নি
ঝুলে থাকা বিলের ভাগ্য নির্ধারণে ডাকা রাজ্যপালের বৈঠকও বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এমন উত্তপ্ত সংঘাতের মধ্যেই পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক পুর নির্বাচনের আগে কী নতুন সমীকরণের ইঙ্গিত? প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)