This Article is From Jan 07, 2020

হোটেলে রাষ্ট্রপতি, তাহলে কি বিয়ে বন্ধ?

আশ্বাসবাণী শুনিয়েছে রাষ্ট্রপতির মন্ত্রক। নির্দিষ্ট দিনে, পূর্ব নির্ধারিত সময়েই বিয়ে হবে যুগলের।

হোটেলে রাষ্ট্রপতি, তাহলে কি বিয়ে বন্ধ?

বিয়ে ভেস্তে যাবে রাষ্ট্রপতির উপস্থিতিতে?

কোচি:

রাষ্ট্রপতি মঙ্গলবার আসছেন Kochi-তে। উঠবেন Kerala-র পাঁচতারা হোটেলে। এদিকে ওই হোটেলেই বিয়ের বন্দোবস্ত এক বিদেশি যুগলের। তাহলে কি বিয়ে ভেস্তে যাবে তাঁদের  Ram Nath Kovind-এর উপস্থিতিতে? কাকতালীয় এই সংযোগে মাথায় আকাশ ভেঙে পড়েছিল দুই পরিবারের। আশ্বাসবাণী শুনিয়েছে রাষ্ট্রপতির মন্ত্রক। নির্দিষ্ট দিনে, পূর্ব নির্ধারিত সময়েই বিয়ে হবে যুগলের। রামনাথ কোবিন্দের উপস্থিতি কোনও ছাপ ফেলবে না পারিবারিক অনুষ্ঠানে। এই আশ্বাস পেতেই হাসি ফুটেছে দুই পরিবারের মুখে। শুধু কি এই? রবিবার সমস্যার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে টুইট করেছিলেন আমেরিকার কনে। প্রত্যুত্তরে বিয়ের আগাম শুভেচ্ছাবার্তা তাঁকে পাঠিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি! প্রসঙ্গত, বিয়ে করবেন বলে সুদূর আমেরিকা থেকে কয়েক মাস আগে উড়ে এসেছেন পাত্রী। হোটেল বুকিংও সারা একমাস আগে। সোমবার দুই পরিবার জানতে পারেন, একই হোটেলে বিয়ের সময় পা রাখবেন রাষ্ট্রপতি।

গঙ্গাসাগর নিয়ে আরও সতর্ক হতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার লাক্ষাদ্বীপ সফরের সময় কোচির  Taj Vivanta হোটেলে উঠবেন রামনাথ কোবিন্দ। সারারাত থাকবেন সেখানে। এদিকে সেখানেই বিয়ের আসর বসছে অ্যাশলি হলের। রাষ্ট্রপতির কড়া নিরাপত্তার কারণে বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান-আনন্দ ঠিকমতো পালন করা সম্ভব হবে না---এমনটাই ভেবেছিলেন বর-কনে পক্ষ। সমস্যা রাষ্ট্রপতির সামনে আনা মাত্র তার সমাধান করে দেন সহৃদয় রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সচিব দুই পরিবারকে সরাসরি জানিয়ে দেন, নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন করতে পারবেন তাঁরা। নিরাপত্তাজনিত কারণে সপ্তপদীর আনন্দ মাটি হবে না। 

'ঘোমটায় মুখ ঢেকেছেন কেন'? ট্রোলড অভিনেত্রী!

বিয়ের বন্ধ হয়ে যেতে পারে শোনার পরেই টুইটে আক্ষেপ করেন অ্যাসলি, "সত্যিই বিচিত্র দেশ এই ভারত! কখনও কখনও ভারতের অভিজাত হোটেল ৮ মাস আগে বিয়ের জন্য বুক করার পরেও সেখানে থাকতে চলে আসেন দেশের রাষ্ট্রপতি!। আবার বিয়ের ৪৮ ঘন্টা আগে নোটিশ দেওয়া হয়, বিয়ে বন্ধ করতে হতে পারে।"  তবে রাষ্ট্রপতির পক্ষ থেকে সমস্যার সমাধান হওয়ায় কৃতজ্ঞ আমেরিকার কনে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে কোচির উদ্দেশ্যে রওনা হয়েছেন রামনাথ কোবিন্দ। এবং মধুরেণ সমাপয়েৎ হিসেবে তাঁর উপস্থিতিতেই বিয়ে হবে যুগলের। 

.