পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী।
হাইলাইটস
- দুই আবেদন এখন বিবেচনা করে দেখছে ব্রিটিশ সরকারের অনুগত সংস্থা।
- নীরব মোদী রয়েছেন গ্রেট ব্রিটেনেই।
- নীরব মোদীর খোঁজে বহু ইউরোপিয় দেশের সাহায্য চেয়েছিল ভারত
নিউ দিল্লি: নীরব মোদী রয়েছেন গ্রেট ব্রিটেনেই। সে দেশের সরকার এই কথা জানিয়ে দিল ভারতকে। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ বলেন, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অব ম্যাঞ্চেস্টার ভারতীয় গোয়েন্দা দফতরকে জানিয়েছে, তাঁরা তদন্ত করে গ্রেট ব্রিটেনে নীরব মোদীর বর্তমান বাসস্থানটিও শনাক্ত করতে পেরেছেন।
রথযাত্রা নয়, বিজেপির লক্ষ্য 'দাঙ্গাযাত্রা' করা, বললেন মমতা
"২০১৮ সালে অগস্ট মাসে গ্রেট ব্রিটেনের সরকারের উদ্দেশে ভারত সরকার ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে দুটি আবেদন পাঠায়। পলাতক জালিয়াত নীরব মোদীর প্রত্যার্পনের আবেদন করেছিল ওই দুই কেন্দ্রীয় সংস্থা", বলেন তিনি।
কিশোরীদের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো দিয়ে অত্যাচার,হোমের মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ
তিনি জানান, ওই দুই আবেদন এখন বিবেচনা করে দেখছে ব্রিটিশ সরকারের অনুগত সংস্থা। চলতি বছরের জুন মাসেই নীরব মোদীর খোঁজে বহু ইউরোপিয় দেশের সাহায্য চেয়েছিল ভারত।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)