This Article is From Mar 27, 2020

"আমি কোভিড-১৯ পজিটিভ", টুইটে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের

বাকিংহাম প্যালেসের পর এবার করোনা থাবা ১০ ডাউনিং স্ট্রিটে। জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। টুইটারে নিজেই এই খবর দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

হাইলাইটস

  • বাকিংহাম প্রাসাদের পর এবার ১০ ডাউনিং স্ট্রিট
  • করোনা সংক্রমিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • টুইট করে একথা জানান খোদ প্রধানমন্ত্রী
লন্ডন:

বাকিংহাম প্যালেসের পর এবার করোনা থাবা ১০ ডাউনিং স্ট্রিটে (10 Downing Street)। জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ (British PM tested Covid-19+)। টুইটারে নিজেই এই খবর দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি (Boris Johnson) লেখেন, "গত ২৪ ঘণ্টায় আমার মধ্যে সামান্য করোনা উপসর্গ দেখা গিয়েছে। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট বেরিয়েছে। তাই নিজেকে স্বেছায় গৃহবন্দি করলাম। তবে সরকার পরিচালনায় আমি ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্য নেবো।" চলতি সপ্তাহের প্রথমেই করোনা পজিটিভ ধরা পড়েছে যুবরাজ চার্লসের। প্রিন্স অফ ওয়েলস চার্লস (Prince Charles) আর যুবরানী ক্যামেলিয়াকে রাখা হয়েছে আইসোলেশনে।

পঞ্জাবে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত ২৩, ১৫টি গ্রামে আতঙ্ক

জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনেই আইসোলেশনে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  "গৃহবন্দি অবস্থাতেই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আমি নেতৃত্ব দেব। একসঙ্গেই এই যুদ্ধ জয় করব।"  টুইট করে এমন দাবিও করেছেন বরিস জনসন। এযাবৎকাল করোনার প্রকোপে সে দেশে ৫৭৮ জন মারা গিয়েছে। সম্প্রতি গ্রেট ব্রিটেন জুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

"আরবিআইয়ের ঘোষণা দেশের মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের স্বস্তি দেবে", বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, দেশের মুখ্য স্বাস্থ্যকর্তা প্রফেসর ক্রিস হুইটির পরামর্শ মেনেই বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার থেকেই প্রধানমন্ত্রীর শরীরে সামান্য করোনা উপসর্গ দেখা গিয়েছিল। তারপরেই আর ঝুঁকি না নিয়ে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য পরিষেবার কর্মীরা  প্রধানমন্ত্রীর বাসভবনে এসে নমুনা পরীক্ষা করেন। এদিকে, ব্রিটেনের যুবরাজ চার্লসের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বুধবার তাঁর দফতরের তরফে একথা জানানো হয়েছিল। ৭১ বছরের চার্লসের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সামান্য লক্ষণ দেখা দিলেও তিনি সুস্থ রয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ‘ডাচেস অফ কর্নওয়েল' ক্যামিলিয়ার শরীরেও পরীক্ষা হয়েছে। কিন্তু ভাইরাসের চিহ্ন পাওয়া যায়নি। সরকার ও চিকিৎসকদের পরামর্শে স্কটল্যান্ডের বাড়িতে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে চার্লস ও ক্যামিলিয়াকে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.