This Article is From Jul 10, 2019

মানব পাচারের অভিযোগে দুই বাংলাদেশীসহ চারজনকে গ্রেফতার করল বিএসএফ

ধৃত চারজনকেই স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।

মানব পাচারের অভিযোগে দুই বাংলাদেশীসহ চারজনকে গ্রেফতার করল বিএসএফ

মঙ্গলবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় দুই বাংলাদেশীসহ তাদের গ্রেফতার করা হয়। (ফাইল ছবি)

কলকাতা:

মানব পাচারের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাকিমপুর থেকে দুই বাংলাদেশীসহ মোট চারজনকে গ্রেফতার করল বিএসএফ। বুধবার এমনটাই জানিয়েছেন আধিকারিকরা। মঙ্গলবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় দুই বাংলাদেশীসহ তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের তালিকায় রয়েছে “অন্যতম কুখ্যাত” দুই ভারতী দালাল মোহিত সর্দার এবং জোহারুল সর্দার। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। চারজনকে আটক করে তাদের থেকে বৈধ পরিচয়পত্র চাওয়া হলে তা দিতে পারে নি তারা। দুই বাংলাদেশীর মধ্যে রয়েছে খুলনার নুরজাহান বেগম এবং গোপালগঞ্জের মিঠুন হালদার। তিন বছর ধরে দুই ভারতীয় পর্যটক মানব পাচারের কাজে যুক্ত ছিল। কলকাতায় শ্রমিকের কাজ থেকে ফেরা দুই বাংলাদেশী নাগরিকের থেকে ৫,০০০ টাকা করে দাবি করে দুজনেই।

ধৃত চারজনকেই স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.