This Article is From Jan 22, 2019

৩১ জন রোহিঙ্গাকে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

তিনদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে লুকিয়ে ছিল ৩১ জন রোহিঙ্গা মুসলমান। মঙ্গলবার ত্রিপুরা পুলিশের হাতে তাদের তুলে দিল সীমান্তরক্ষী বাহিনী।

৩১ জন রোহিঙ্গাকে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

৩১ জন রোহিঙ্গার মধ্যে ছ’জন পুরুষ, ন’জন মহিলা এবং ১৬ জন শিশু রয়েছে

নিউ দিল্লি:

তিনদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে লুকিয়ে ছিল ৩১ জন রোহিঙ্গা মুসলমান। মঙ্গলবার ত্রিপুরা পুলিশের হাতে তাদের তুলে দিল সীমান্তরক্ষী বাহিনী। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের হাতে সকাল ১১'টা নাগাদ কাগজপত্রে সইসাবুদ করে রোহিঙ্গাদের তুলে দেয় বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিএসএফের সদর দফতর সবুজ সংকেত পাওয়ার পরেই ত্রিপুরা পুলিশের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএফ। ওই ৩১ জন রোহিঙ্গা শুক্রবার থেকে ইন্দো-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়েছিল। যা নিয়ে একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সূচিতে রদবদল, অমিতের জায়গায় রাজ্যে সভা করবেন স্মৃতি

দু'পক্ষেরই অভিযোগ ছিল, প্রতিবেশী দেশ রোহিঙ্গাদের তাদের ভূখণ্ডে ঠেলে দিচ্ছে। আপাতত আগরতলা থেকে ১৫ কিলোমিটার দূরের রায়েরমুড়াতে আময়িকভাবে জায়গা দেওয়া হয়েছে রোহিঙ্গাদের। ওই ৩১ জন রোহিঙ্গার মধ্যে ছ'জন পুরুষ, ন'জন মহিলা এবং ১৬ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

.