This Article is From Aug 16, 2019

শহিদ বিএসএফ জওয়ানের পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিলেন গ্রামবাসী

ভালোবাসার প্রতিদানে স্বাধীনতা দিবসে বিএসএফের (BSF jawan) বিধবা স্ত্রীকে চাঁদা তুলে পাকা বাড়ি গড়ে দিলেন গ্রামবাসীরা।

শহিদ বিএসএফ জওয়ানের পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিলেন গ্রামবাসী

গ্রামের যুবকদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কমল নাথ।

ইন্দোর:

জীবন দিয়েছিলেন দেশের কাজে। তাঁকে ভুলে যাননি গ্রামের নতুন প্রজন্ম। ভালোবাসার প্রতিদানে স্বাধীনতা দিবসে বিএসএফের (BSF jawan) বিধবা স্ত্রীকে চাঁদা তুলে পাকা বাড়ি গড়ে দিলেন গ্রামবাসীরা। ইন্দোর থেকে ৪০ কিলোমিটার দূরে পিরপিপিয়ালির (Peer Pipaliya) ঘটনা। এ যেন চাঁদ পাওয়। নবপ্রজন্মকে বাহবা আর আশীর্বাদ জানাচ্ছেন রাজু বাই  (Raji Bai)। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ২৬ বছর আগে ত্রিপুরায় কর্তব্যরত বিএসএফ জওয়ান (BSF jawan) মোহনলাল সুনের (Mohonlal Suner) নিহত হন। সুনেরের গর্ভবতী স্ত্রী রাজু বাই তখন তিন বছরের ছেলেকে নিয়ে একেবারে একা। পরে মিস্ত্রির কাজ করে জীবন অতিবাহিত করেন তিনি। রাজুর সেই সংগ্রামের কথা নজর এড়ায়নি গ্রামের যুবকদের।

শহিদ সমরসত্ত্বা মিশনের (Shaheed Samrasata Mission) আহ্বায়ক বিশাল রাথি বলছিলেন, ‘ওদের মাটির বাড়িটা ভেঙে গিয়েছিল। তাই অর্থ জোগাড়ে গত রাখিবন্ধনের দিন থেকেই এসএমএস-এর মাধ্যমে প্রচার চালানো হয়। সেই টাকাতেই ওই উদ্যোগ।'

বাবা শহিদ। স্মৃতিতে আবছা বাবা সুনের। কিন্তু, তাঁকেই আদর্শ করেই সেদিনের ছোট্ট ছেলেটি যোগ দিয়েছেন বিএসএফে। চলছে প্রশিক্ষণ। উদ্যোগী যুবকদের ইচ্ছে, আগামীতে শহিদ মোহনলাল সুনেরের (Mohonlal Suner) মূর্তি বসানো হবে গ্রামে।

দূরে পিরপিপিয়ালির উদ্যোগকে কুর্নিশ জানিযেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ-ও (Chief Minister Kamal Nath)। ট্যুইটে তিনি লিখেছেন, ‘এইভাবে অর্থ জোগাড় করে শহিদের পরিবারকে সাহায্য করার উদ্যোগকে স্যালুট।' বিষয়টি লিপিবদ্ধ করেছেন তিনি।

সুনেরের স্মৃতি আঁকড়ে পাকা বাড়িতের বাসিন্দা এখন রাজু বাই।

.