বিএসএফ সেনার গুলিতে হামলাকারীদের মধ্যে দু'জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে (প্রতীকী)
কলকাতা: পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের আক্রমণে তিন সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) সদস্য আহত হয়েছেন, শনিবার জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, গত ৪ জুলাই মধ্যরাতে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসএফের বাঁশঘাটা চকের কাছে এ ঘটনাটি ঘটে।
রাত্রি ৩:৩০ নাগাদ যখন ১০-১২ জন বাংলাদেশি পাচারকারীকে লক্ষ্য করা যায়, তখন বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানান। বাহিনীর ১০৭ তম ব্যাটালিয়নের সৈন্যরা সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের উপর হামলা চালান।
বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “চোরাচালানীরা বিএসএফের দলকে ঘিরে ফেলে এবং বাঁশের লাঠি এবং দাঁয়ের মতো ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর নির্মমভাবে হামলা চালায়।"
এই হামলায় তিন বিএসএফ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
সেনাবাহিনী আত্মরক্ষার জন্য তাঁদের পাম্প অ্যাকশন গান থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় এবং এরপরে চোরাচালানকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে দৌড়ে পালিয়ে যায়, জানান ওই কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে আট কেজির মতো মারিজুয়ানার একটি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলেও তিনি জানান।
বিএসএফ সেনার গুলিতে হামলাকারীদের মধ্যে দু'জন আহত হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।