This Article is From Feb 23, 2019

৪৭ হাজার টাকার জাল নোট সহ মালদা থেকে এক ব্যক্তিকে ধরল বিএসএফ

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম হাজিউদ্দিন আলি। সে অসমের বাসিন্দা।

Advertisement
Kolkata

জাল ভারতীয় নোটে ৪৭,০০০ টাকা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ। (ছবি প্রতীকি)

মালদা:

ফের জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার মালদা থেকে জাল ভারতীয় নোটে ৪৭,০০০ টাকা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম হাজিউদ্দিন আলি। সে অসমের বাসিন্দা। সে ওই জাল নোটগুলি কোথায় ছড়ানোর পরিকল্পনা করেছিল এবং এর নেপথ্যে আর কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

২০১৬ সালে ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এবার থেকে জাল নোটের কারবারিদেরও গলায় ফাঁস পড়ে গেল। নতুন নোট জাল করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। অথচ, তারপর গত দু'বছরে শুধু এই রাজ্য থেকেই বহু জাল নোট পাচারকারীদের গ্রেফতারই প্রমাণ করে, সেই আশ্বাসে কোথাও গাফিলতি ছিল। এমনটাই মনে করে ওয়াকিবহালমহল। মালদার এই ঘটনা সেই সত্যটি ফের তুলে ধরল।

অভিযুক্তকে ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement