This Article is From Sep 26, 2018

নদীয়ায় 7.5 কেজি রুপোর গয়না উদ্ধার

7.5  কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ।  নদীয়ার খালজিবাগান থেকে এই বিপুল পরিমাণ রুপো উদ্ধার করা  হয়েছে। বাজারদর আনুমানিক 3,01,500 টাকা।

Advertisement
অল ইন্ডিয়া

উদ্ধার হওয়া রুপো শুল্ক দপ্তরের কাছে  জমা দেওয়া  হয়েছে।

Highlights

  • 7.5 কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ
  • নদীয়ার খালজিবাগান থেকে এই বিপুল পরিমাণ রুপো উদ্ধার করা হয়েছে
  • বাজারদর আনুমানিক 3,01,500 টাকা
কলকাতা:

7.5  কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। নদীয়ার খালজিবাগান থেকে এই বিপুল পরিমাণ রুপো উদ্ধার করা  হয়েছে। বাজারদর আনুমানিক 3,01,500 টাকা। দুই ব্যক্তির কাছে ছিল এই রুপো। কিন্তু তাদের উদ্ধার করতে  পারেনি বিএসএফ।

গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়েছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁদের কাছে খবর ছিল এখানে  রুপোর  চোরাচালান হবে। আর তাই শুরু হয় অভিযান। আর সে সময় ভারতের দিক থেকে  দুই  ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে  যেতে দেখা  যায়।

আচরণে সন্দেহ হওয়ায় তাদের পথ আটকানোর চেষ্টা হয়। বিপদ বুঝে রুপো ঠাসা ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই দুই  ব্যক্তি।  উদ্ধার হওয়া রুপো শুল্ক দপ্তরের কাছে  জমা দেওয়া  হয়েছে।

এখনও পর্যন্ত এই বছরে বিএসএফের সাউথ ফ্রন্টিয়ার মোট  91.288 কিলো রুপো উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য  34,24,149 টাকা।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement