This Article is From Feb 08, 2019

মূর্তি বসাতে খরচ হওয়া সরকারি টাকা পরিশোধ করতে হবে মায়াবতীকে: সুপ্রিম কোর্ট

লখনউ এবং নয়ডাতে দলের প্রতীক হাতির মূর্তি বসানোয় খরচ হওয়া সরকারি টাকা পরিশোধ করতে হবে বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতীকে, শুক্রবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

মূর্তি বসাতে খরচ হওয়া সরকারি টাকা পরিশোধ করতে হবে মায়াবতীকে: সুপ্রিম কোর্ট

হাইলাইটস

  • নিজের স্ট্যাচু, দলের প্রতীক বসাতে খরচ হওয়া টাকা জমা দিতে হবে মায়াবতীকে
  • লখনউ এবং নয়ডায় হাতির মূর্তি বসান মায়াবতী
  • এপ্রিলে মামলার পরবর্তী শুনানি হবে প্রধানবিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে
নিউ দিল্লি:

লখনউ এবং নয়ডাতে দলের প্রতীক হাতির মূর্তি বসানোয় খরচ হওয়া সরকারি টাকা পরিশোধ করতে হবে বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতীকে, শুক্রবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সরকারি টাকা রাজনৈতিক কাজে ব্যবকার করার হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন এখন আইনজীবী।সেই মামলার শুনানিতে এমন নির্দেশ  দিল শীর্ষ আদালত।

প্রধানবিচারপতি রঞ্জন গগৈ এদিন বলেন, “মোটামুটি আমাদের মনে হচ্ছে, মায়াবতীকে নিজের স্ট্যাচু এবং দলের প্রতীক বসানোর সরকারী টাকা জমা দিতে হবে সরকারী কোষাগারে”।

বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার পবর্তী শুনানি ২ এপ্রিল।

যেহেতু বিষয়টিতে কিছুটা সময় লাগবে, সেই কারণে, আপাতভাবে পর্যবেক্ষণ জানাল শীর্ষ আদালত।

বিএসপির সঙ্গে জোট গড়ে এবার লোকসভা নির্বাচনে লড়াই করবে এসপি।লোকসভা নির্বাচনের পর মে মাসে মামলার শুনানি করা যায় কিনা, তার উত্তরে প্রধানবিচারপতি বলেন, “আমাদের এমন কিছু বলতে বাধ্য করবেন না, তা আমরা বলতে চাই না”।

যে রাজ্যে প্রচুর গরীব মানুষ বাস করেন, সেই রকম একটি রাজ্যে ক্ষমতায় থাকাকালীন কোটি কোটি টাকা খরচ করে দলের প্রতিষ্ঠাতা কাশীরাম, নিজের এবং প্রতীক হাতির মূর্তি বসিয়েছেন মায়াবতী, যা দায়িত্বজ্ঞানহীন কাজ।

২০১২ সালের বিধানসভা নির্বাচনের আগে হাতি এবং মায়াবতীর মূর্তিগুলি ঢেকে দিতে বলেছিল নির্বাচন কমিশন।

২০১৪ সালে সুপ্রিম কোর্টে বিএসপি জানায় বাজেটে বরাদ্দ টাকা থেকেই এই খরচ করা হয়েছে।

.