हिंदी में पढ़ें
This Article is From May 06, 2020

বুদ্ধ জয়ন্তী ২০২০: গৌতম বুদ্ধের পঞ্চশীল সিদ্ধান্ত, মেনে চললে দূর হবে দুর্দশা

বৈশাখী পূর্ণিমায় জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ। এমন প্রচলন আছে। সেই রীতি মেনে এ বছর ৭ মে উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা

Advertisement
অল ইন্ডিয়া Edited by

পঞ্চশীল মন্ত্র, অনুরাগীদের মেনে চলতে দিয়েছিলেন গৌতম বুদ্ধ।

নয়া দিল্লি :

বৈশাখী পূর্ণিমায় জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ। এমন প্রচলন আছে। সেই রীতি মেনে এ বছর ৭ মে উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। পুরাণ মতে গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে ধরা হয়। বৌদ্ধ ধর্ম মতে এই বুদ্ধ পূর্ণিমাকে বুদ্ধজয়ন্তী হিসেবে পালন করা হয়। কথিত আছে, স্বাভাবিক, সৎ ও অহিংস জীবনযাপনে গৌতম বুদ্ধ তাঁর অনুরাগীদের পঞ্চশীল তত্ব মেনে চলতে বলেছিল। তাই বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে এই পঞ্চশীল মেনে চলা আবশ্যিক। পাঁচ আচার বা পাঁচ রীতির মিশ্রন এই পঞ্চশীল। 

দেখে নিন পালি ভাষায় দেওয়া সেই পাঁচ হিতোপদেশের বাংলায় অনুবাদ
1. জীবমাত্র হিংসা থেকে বিরত থাকা।  
2.  চুরি করা থেকে বিরত থাকা। অর্থাৎ দেওয়া হয়নি এমন বস্তু বর্জন।  
3.ব্যাভিচারী না হওয়া।  
4. .  মিথ্যা না বলা 
5. মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকা

কথিত আছে, এই পঞ্চশীল তত্ত্ব মেনে চললে, মানুষকে দুখ-দুর্দশা অনেকটা কাটিয়ে তোলা সম্ভব। 

Advertisement
Advertisement