हिंदी में पढ़ें
This Article is From May 03, 2018

বুদ্ধ পূর্ণিমা 2018: রাষ্ট্রপতি কোবিন্দ, পিএম মোদী এবং রাহুল গান্ধী জানিয়েছেন অভিনন্দন

রাষ্ট্রপতি কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশবাসীর উদ্দেশ্য বুদ্ধ পূর্ণিমার অভিনন্দন জানিয়েছেন. অন্যদিকে কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধীও এই শুভ মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন অভিনন্দন. 

Advertisement
অল ইন্ডিয়া Posted by
:  রাষ্ট্রপতি কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশবাসীর উদ্দেশ্য বুদ্ধ পূর্ণিমার অভিনন্দন জানিয়েছেন. অন্যদিকে কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধীও এই শুভ মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন অভিনন্দন. 

রাষ্ট্রপতি কোবিন্দ টুইটারে বলেছেন, ''বুদ্ধ পূর্ণিমার এই শুভ মুহূর্তে সারা দেশ বাসি সহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সদর অভিনন্দন জানাচ্ছি. ভগবান বুদ্ধ আমাদের সর্বদা অহিংসা, করুণা ও প্রেমের বার্তা দিয়েছেন, তাঁর বাণী আমাদের কল্যাণকারী কাজ করার জন্য প্রেরণা দিয়ে থাকে. তাঁর এই শিক্ষা আমাদের বন্ধুত্বের সূত্রে বাঁধবে বলে আশা করছি. 

প্রধান মন্ত্রী মোদী টুইটারে বলেছেন, ''আপনারদের সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভ কামনা. 
বুদ্ধ ভগবানের শিক্ষা ভারত সহ সারা পৃথিবীকে শান্তি, বন্ধুত্ব ও করুণার পথে চালনা করার জন্য প্রেরিত করবে.  

বুদ্ধপূর্ণিমার দিনেই ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল. এই কারণেই সারা এশিয়াতে এই দিনটা ধুমধাম করে পালন করা হয়. গৌতম বুদ্ধই বৌদ্ধ ধর্মের স্থাপনা করেছিলেন.  
Advertisement
Advertisement