This Article is From Jan 31, 2019

দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে আমার সরকার: রাষ্ট্রপতি

 নতুন  ভারত  গড়ার  শপথ নিয়েছে আমার সরকার। দেশের মানুষকে নতুন আশাও দেখিয়েছে সরকার।

Advertisement
অল ইন্ডিয়া

তিনি বলেন আমার বলতে খুশি হচ্ছে যে সরকার প্রদত্ত  সুযোগ-  সুবিধা  মানুষের কাছদে গিয়ে পৌঁছে  যাচ্ছে।

Highlights

  • নতুন ভারত গড়ার শপথ নিয়েছে আমার সরকারঃ রাষ্ট্রপতি
  • বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন কোবিন্দ
  • নোটবন্দি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন কোবিন্দ
নিউ দিল্লি:

নতুন  ভারত  গড়ার  শপথ নিয়েছে আমার সরকার। দেশের মানুষকে নতুন আশাও দেখিয়েছে সরকার। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে এ কথাই বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তিনি বলেন আমার বলতে খুশি হচ্ছে যে সরকার প্রদত্ত  সুযোগ-  সুবিধা  মানুষের কাছদে গিয়ে পৌঁছে  যাচ্ছে। সবচেয়ে গরিব  মানুষও জীবন ধারনের জন্য প্রয়োজনীয় উপাদান পাচ্ছে।

শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সবক্ষেত্রেই  উন্নতি হচ্ছে। এ বছর মহাত্মা গান্ধীর জন্মের  ১৫০ বছর পূর্ণ হচ্ছে। একই সঙ্গে ২০১৯ সালে  গুরুনানক দেবজির   ৫৫০তম জন্ম দিবস।  

উজ্বলা যোজনার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উনুনে রান্না করে দেশের মহিলাদের শরীর খারাপ হয়ে যাচ্ছিল। আমার সরকার উজ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসায় তাঁদের সেই কষ্ট লাঘব হয়েছে।   

Advertisement

আয়ুষ্মান ভারত  প্রকল্পের সাফল্য নিয়ে  আশাবাদী  শুনিয়েছে দেশের প্রথম নাগরিককে।   

নোটবন্দি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন কোবিন্দ। লিখিত ভাষণ পাঠ করে তিনি জানান যারা দেশে সন্ত্রাসবাদী হামলা করতে চেয়েছে তাদের কাছেও  নোটবন্দি বড় ধাক্কা। পাশাপাশি কালো টাকার বিরুদ্ধেও এ এক বিরাট পদক্ষেপ।                                       

Advertisement

                   

                      

Advertisement

                  

Advertisement