স্মৃতি ইরানির অভিযোগ, বাজেট বক্তৃতার অর্ধেক সময় চোখ বন্ধ করে বসে ছিলেন রাহুল গান্ধি।
হাইলাইটস
- বাজেট নিয়ে করা রাহুলের মন্তব্যের সমালোচনায় সরব স্মৃতি ইরানি
- বাজেট বক্তৃতার অর্ধেক সময় চোখ বুজে ছিলেন রাহুল গান্ধি, দাবি মন্ত্রীর
- অসুস্থ নির্মলা সীতারমনজিকে দেখে হেসে ফেলেন রাহুল, কটাক্ষ স্মৃতির
নয়াদিল্লি: শনিবার কেন্দ্রীয় বাজেট-২০২০-এর সমালোচনায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। এবার তাঁর সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার কেন্দ্রীয় ওই মন্ত্রীর (Smriti Irani) প্রশ্ন, "উনি (রাহুল গান্ধি) কি বাজেট (Budget 2020) বিষয়টা কী, আদৌ বুঝতে পেরেছেন?" স্মৃতি ইরানি দাবি করেছেন, "বাজেট পেশের সময় আমি, রাহুল গান্ধির সামনে বসেছিলাম। অর্ধেক সময় উনি চোখ বন্ধ করে বসেছিলেন। এরপর আর্থিক প্রভাব, প্রত্যক্ষ, পরোক্ষ কর নিয়ে যখন আলোচনা চলছে, উনি বাইরে বেরিয়ে গেলেন। এমনকি, নির্মলাজি যখন অসুস্থ হলেন, গ্যালারিতে দাঁড়িয়ে রাহুল গান্ধি হাসছিলেন।"একজন মহিলা যখন অসুস্থ হন, আপনি কী তাঁকে দেখে হাসেন?"
"এত দীর্ঘ যে বোঝা মুশকিল"! ১৬০ মিনিটের বাজেট বক্তৃতা প্রসঙ্গে Dr. Monmohan Singh
এদিকে, বাজেট ২০২০-র ভূয়সী প্রশংসায় সরব হন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি। শনিবার পেশ করা বাজেট (Budget 2020) প্রসঙ্গে প্রধানমন্ত্রী একাধিক ইতিবাচক দিক তুলে ধরেন। তাঁর (Narendra Modi) মতে, "এই বাজেটে মানুষের আয় বাড়বে। বিনিয়োগের পরিসর বাড়বে। দাবি এবং সরবরাহের পরিসর বাড়বে। আর্থিক প্রতিষ্ঠানের হাল ফেরাবে আর বাজারে নগদের জোগান বাড়বে।" কর আদায়ের প্রক্রিয়াকে সরলীকরণ করার পাশাপাশি প্রশাসন পরিচালনায় স্বছতা আনবে, শনিবার এমন দাবিও করেছেন তিনি। এই বাজেটে মধ্যবিত্তদের হাতে নগদের জোগান বাড়াতে করদান প্রক্রিয়ায় বড় বদল আনেননি অর্থমন্ত্রী। ফলে ঘুরিয়ে এই সিদ্ধান্ত কর্মসংস্থানের পরিবেশ তৈরি করবে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি।
"এই বাজেটে মানুষের আয় বাড়বে": বাজেট ২০২০ নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি
অপরদিকে, শনিবার টানা ১৬০ মিনিট বাজেট (Budget 2020) বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেই বক্তৃতা এতটাই দীর্ঘ যে বিষয়বস্তু নাকি বুঝেই উঠতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং (Former Prime Minister)। এদিন তিনি (Manmohan Singh) সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্তব্য করতে না চাইলেও, অন্য কংগ্রেস নেতারা সমালোচনার সুরে বিঁধেছেন শনিবারের বাজেট বক্তৃতাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) বলেন, "যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কোনও দিশা নেই। শুধুই বুলি, কাজের কোনও কাজ প্রতিফলিত হয়নি।" কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, "২ ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ বাজেট বক্তৃতার দিশা নেই। কী করে ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি সমৃদ্ধ দেশ হবে তার কোনও দিকনির্দেশ নেই।"