এদিন বাজেটের ওপর মন্তব্য করতে নারাজ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
হাইলাইটস
- "এত দীর্ঘ যে, বোঝা মুশকিল।" বাজেট ২০২০ নিয়ে বললেন ড. মনমোহন সিং
- তবে এই বাজেটকে কটাক্ষের সুরে বিঁধেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি
- এদিন প্রথমে প্রায় ১৬০-মিনিট দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী
নয়াদিল্লি: শনিবার টানা ১৬০ মিনিট বাজেট (Budget 2020) বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেই বক্তৃতা এতটাই দীর্ঘ যে বিষয়বস্তু নাকি বুঝেই উঠতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং (Former Prime Minister)। এদিন তিনি (Manmohan Singh) সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্তব্য করতে না চাইলেও, অন্য কংগ্রেস নেতারা সমালোচনার সুরে বিঁধেছেন শনিবারের বাজেট বক্তৃতাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) বলেন, "যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কোনও দিশা নেই। শুধুই বুলি, কাজের কোনও কাজ প্রতিফলিত হয়নি।" কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, "২ ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ বাজেট বক্তৃতার দিশা নেই। কী করে ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি সমৃদ্ধ দেশ হবে তার কোনও দিকনির্দেশ নেই।"
এদিন বাজেটে করদাতাদের উদ্দেশে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। কমানো হয়েছে করদানের হার। পাশাপাশি ডিভিডেন্ড বিতরণ কর বিলোপ করেছেন নির্মলা সীতারমণ। এদিকে, গতবার অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) ২ ঘণ্টা ১৭ মিনিট নিয়েছিলেন সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে। এবার বাজেট ২০২০ পেশ করতে গিয়ে সেই রেকর্ড ভাঙলেন (Longest-Budget Speech) বটে, কিন্তু তাঁকে ২ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় বক্তৃতা থামাতে হল। টানা বাজেট (Union Budget 2020) পেশ করতে গিয়ে শনিবার হঠাৎ অস্বস্তি অনুভব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Finance Minister)। বাজেট বক্তৃতার মাঝপথেই ঘামতে ঘামতে বেঞ্চে বসে পড়েন তিনি। অন্য মন্ত্রীদের দেখা যায় এগিয়ে এসে তাঁকে ক্যান্ডি খাওয়াতে। এনডিএ শরিক তথা শিরোমণি অকালি দলের সাংসদ তথা মন্ত্রী হরসিমরত কৌর বাদল অর্থমন্ত্রীকে জল এগিয়ে দেন। সামান্য সুস্থ বোধ করে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বলেন, "আর দুটো পাতা আছে। আমি শেষ করতে চাই।" তারপরেও দেখা গিয়েছে অস্বাভাবিক হারে নেমে গিয়েছে অর্থমন্ত্রীর রক্তচাপ। শনিবার জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।
কমল আয়করের হার, কমানো হল ছাড় প্রত্যাহারকারীদের জন্য
লোকসভার তরফে তাঁকে পরামর্শ দেওয়া হয়, "একটু বিশ্রাম নিয়ে তারপর আবার শুরু করুন।" এরপরে তাঁর সহযোগী সংসদকে বলেছেন, এখন অর্থমন্ত্রী সামান্য সুস্থ, উনি রাজ্যসভায় গিয়ে বাকি পাতা পড়বেন।
Budget 2020: কৃষক-স্বার্থে ১৬ টি নতুন পরিকল্পনার কথা ঘোষণা
অপরদিকে, এদিন প্রায় তিন ঘণ্টার ধরে চলা তাঁর বাজেট বক্তৃতার প্রথম অর্ধে মাঝে-মধ্যেই তামিল কবিতা ও কাশ্মীরি কলি আওরাতে শোনা গিয়েছে নির্মলা সীতারমণকে। জানা গিয়েছে, নির্মলা সীতারমণের পর দীর্ঘ বাজেট বক্তৃতার নিরিখে আছেন যশবন্ত সিনহা, তিনি ২ ঘণ্টা ১৫ মিনিট ধরে পেশ করেছিলেন পূর্ণাঙ্গ বাজেট। গত বছর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী।