Read in English
This Article is From Feb 01, 2020

সমস্ত আয়কর ছাড় দীর্ঘমেয়াদি, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Union Budget 2020: তিনি জানান, এখন, “যাঁরা সুবিধা পেতে চান, তাঁরা পুরানো পদ্ধতি মেনে চলতে পারেন”

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নয়াদিল্লি:

বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানালেন, করদাতাদের (Tax Payers) দেওয়া সমস্ত ছাড় অবশেষে প্রত্যাহার করা হবে। এবারের কেন্দ্রীয় বাজেটে করদাতাদের দেওয়া ছাড় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এবারের উদ্দেশ্য “হার কমানো এবং কাঠামো সরলীকরণ করা”, তাঁর কথায়, “সমস্ত ছাড় ধীরে ধীরে তুলে দিতে সফল হবে” সরকার। তিনি জানান, এখন, “যাঁরা সুবিধা পেতে চান, তাঁরা পুরানো পদ্ধতি মেনে চলতে পারেন”, এদিন বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানেই একথা বলেন তিনি।

এবারে বাজেটে ঘোষিত নয়া কর কাঠামো:

  • ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার ৫ শতাংশ
     
  • ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা আয় পর্যন্ত করের হার ২০ শতাংশের বদলে ১০ শতাংশ
     
  • ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করের হার ২০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ
     
  • ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত করের হার ৩০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ
     
  • ১২.৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার ৩০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ
     
  • ১৫ লক্ষ টাকার বেশি আয়ে করের হার ৩০ শতাংশ

তবে যাঁরা এটির জন্য নির্বাচিত হবেন, বিভিন্ন ক্ষেত্রে ছাড় প্রত্যাহার করতে হবে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, “আর্থিক ক্ষেত্রে নিশ্চয় সুবিধা পাওয়া যাবে, নয়া কাঠামোয় আপনার হাতে টাকা থাকবে”।

Advertisement

মানুষের হাতে অতিরিক্ত অর্থ তুলে দেওয়ার ফলে, নুইয়ে পড়া অর্থনীতির পালে হাওয়া লাগবে বলে অনুমান সরকারের।

গত পাঁচ ত্রৈমাসিকের বেশি সময় ধরে, নিম্নমুখী জিডিপি। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এর হার ৪.৫ শতাংশ, যা ২০১৩ থেকে সবচেয়ে কম। ২০০৮-০৯ অর্থবর্ষে আর্থিক সঙ্কটের থেকেও মন্দা এটি।

Advertisement

 

Advertisement