শনিবার ২০২০ আর্থিক বছরের বাজেট পেশ করেন নির্মলা সীতারামন
নয়াদিল্লি: বাজেট পেশের আগে, তাঁর পূর্বসূরী তথা প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) প্রসঙ্গ তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sithraman), এবং বললেন, পণ্য ও পরিষেবা কর কার্যকর করার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০১৯ এর ২৪ অগস্ট প্রয়াত হন অরুণ জেটলি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, তিনি “তাঁকে শ্রদ্ধা জানাতে চান”, এই বলে, “ভারতই হবে সেই দেশ, যেখানে রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে”। বিভিন্ন রাজ্যে ভিন্ন করের প্রথা তুলে দিয়ে দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালু করতে কার্যকর করা হয় পণ্য ও পরিষেবা কর।
দেশজুড়ে এই পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা চালু করার পক্ষে বিপক্ষে শুরু হয় জোর চর্চা, অনেকে বিশেষজ্ঞই বর্তমান মন্দার জন্য এই কর কাঠামোকে দায়ী করেন।
পণ্য ও পরিষেবা কর নিয়ে নির্মলা সীতারামন বলেন,
- ২০২০ এর ১ এপ্রিল চালু হবে নয়া রিটার্ন পদ্ধতি
- এটা একটি সংস্কার হিসেবে উল্লেখিত থাকবে
- এতে যুক্ত হয়েছেন ৬০ লক্ষ নতুন করদাতা
- মোট ৪০ কোটি নতুন রিটার্ন দাখিল হয়েছে, ৮০০ কোটি ইনভয়েস যুক্ত হয়েছে