This Article is From Sep 26, 2018

তিন তলা বাড়ি ভেঙে পড়ায় এক মহিলা সহ চার শিশুর মৃত্যু: দিল্লি

Building Collapse: এই ভগ্ন স্তুপের মধ্যে আরও লোক আটক আছে বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকারী দল তৎপরতার সাথে কাজ করছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে

তিন তলা বাড়ি ভেঙে পড়ায় এক মহিলা সহ চার শিশুর মৃত্যু: দিল্লি

Building Collapse: দিল্লির অশোক বিহারে উদ্ধার কার্য চলছে

হাইলাইটস

  • Building collapsed in northwest Delhi's Ashok Vihar
  • Fire engines were sent to the spot after call was received at 9.25 am
  • Civic body officer said building structure was weak, was in bad condition
New Delhi:

দক্ষিণ পশ্চিম দিল্লির অশোক বিহারে একটি তিনতলা বাড়ি ভেঙে (Building Collapse) পড়ার জন্য মৃত্যু হয়েছে এক মহিলা সহ চার শিশুর। এই  ঘটনার জেরে আহত হয়েছে আরও আটজন।  ঘটনাটি ঘটেছে বুধবার। আহত ব্যক্তিদের শীঘ্রই চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

 এই ভগ্ন স্তুপের মধ্যে আরও লোক আটক আছে বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকারী দল তৎপরতার সাথে কাজ করছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।  

আজ সকাল 9.25 নাগাদ একটা ফোন আসে এবং শীঘ্রই দমকল বাহিনীর ছয়টি গাড়ি ঘটনা স্থলে গিয়ে পৌঁছায়। দমকল বিভাগের উচ্চপদস্থ অধিকারী বিষয়টি জানিয়েছেন। 

 এনডিআরএফ -এর দুটি দল ঘটনা স্থলে ছুটে গেছে এবং তারা শীঘ্রই উদ্ধার করি শুরু করে দেয়, জানানো হয়েছে এনডিআরএফ-এর তরফ থেকে।  

উত্তর দিল্লির পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটি প্রায় কুড়ি বছরের পুরোনো। যার ফলে বাড়িটির অবস্থা একটু খারাপ হয়ে যায়।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.