This Article is From Jun 20, 2020

প্রাসাদ-কর্তা মহেন্দ্রর খুনে ডাইনি? অনুষ্কা শর্মা প্রযোজিত 'বুলবুল' রূপকথা আর রহস্য, দেখুন ট্রেলর

বালিকা বধূ বুলবুল সময় পেরিয়ে ক্রমশ প্রাসাদ-কর্ত্রী হয়ে ওঠেন। তার মধ্যেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ঠাকুরপো সত্যর

প্রাসাদ-কর্তা মহেন্দ্রর খুনে ডাইনি? অনুষ্কা শর্মা প্রযোজিত 'বুলবুল' রূপকথা আর রহস্য, দেখুন ট্রেলর

ছবির এক স্থিরচিত্রে তৃপ্তি দিমরি। (সৌজন্য: ইউটিউব)

হাইলাইটস

  • তৃপ্তি দামরি আর অবিনাশ তিওয়ারি বুলবুল ছবির কেন্দ্রীয় চরিত্র
  • নেটফ্লিক্সে ২৪ জুন মুক্তি এই ছবির
  • রয়েছে পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায় আর রাহুল বোস
মুম্বই:

উচ্চ প্রশংসিত ক্লিনস্লেট ফিল্মস প্রযোজিত পাতাল লোক। এই সাফল্যের মধ্যে ২৪ জুন মুক্তি পাচ্ছে এই প্রযোজনা সংস্থার হরর-থ্রিলার বুলবুল (Anushka Sharma's Bulbbul) ছবির ট্রেলর শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করেন (Trailer released) প্রযোজক অনুষ্কা শর্মা। তিনি লেখেন, "কী হতো যদি আমাদের শৈশবের ঘুমপাড়ানি গল্প সত্যি হতো!" ট্রেলর দেখে জানা গিয়েছে, এই ছবি ডাইনি বিদ্যা কেন্দ্রিক রূপকথার গল্প। ১৯ শতকের বাংলার এক গ্রামকে ঘিরে এগিয়েছে গল্প। বালিকা বুলবুলের বিবাহ দিয়ে ছবির শুরু। তৃপ্তি দামরি এই চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে বিয়ে হয় বয়সে অনেক বড় মহেন্দ্রর (রাহুল বোস)। বালিকা বধূ বুলবুল সময় পেরিয়ে ক্রমশ প্রাসাদ-কর্ত্রী হয়ে ওঠেন। তার মধ্যেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ঠাকুরপো সত্যর। এই চরিত্রে রয়েছেন অবিনাশ তিওয়ারি।

দেখুন ট্রেলর: 


এই সময়ের মধ্যে ক্রমশ সত্যর প্রতি আকৃষ্ট হতে শুরু করে বুলবুল। সেটা নজর এড়ায়নি গৃহকর্তা মহেন্দ্রর। এই পরিস্থিতিতে পাঁচ বছরের জন্য প্রাসাদ ছাড়ে সত্য। ফিরে এসে জানতে পারেন খুন হয়েছেন মহেন্দ্র। ইতিমধ্যে নানা কারণে ক্ষিপ্ত ও হিংস্র হয়ে ওঠেন গৃহকর্তা। শুরু হয় গৃহহিংসা। এদিকে, ডাইনিবিদ্যার গল্প প্রাসাদের প্রায় সবাইকে শোনাত বুলবুল। তাই গৃহকর্তার মৃত্যুর পিছনে ডাইনির হাত আছে, ধরে নিয়েছিল সবাই। কিন্তু ক্লাইম্যাক্সে আসে রহস্য। কোনও অশরীরী নয় বরং...? সেই প্রশ্নের উত্তর পাবেন ২৪ জুন নেটফ্লিক্সে। এই ছবিতে বেশ ভালো চরিত্রে আছেন পাওলি দাম আর পরমব্রত চট্টোপাধ্যায়।

.