মধ্যপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজে যুক্ত ছিলেন রীনা মিত্র
হাইলাইটস
- Rina Mitra was bumped out by a day's delay in the CBI selection process
- Ms Mitra was one of 12 officers shortlisted to take over as CBI director
- She was serving as special secretary internal security in Home Ministry
কলকাতা: একটা সময় মনে হয়েছিল তিনিই হতে পারেন দেশের প্রথম সিবিআই প্রধান। কিন্তু শেষমেশ তা আর হয়নি এবার বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন রীনা মিত্র। ১৯৮৩ সালের আইপিএস ব্যাচের এই আফিসারই এখন রাজ্যের অভ্যন্তরীণ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এতদিন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিবের দায়িত্ব পালন করেছেন রিনা। ২০১৭ সালের মার্চ মাস থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। শোনা গিয়েছিল সিবিআইয়ের অধিকর্তা বেছে নেওয়ার জন্য ১২ জনের যে তালিকা তৈরি হয়েছিল তাতে নাম ছিল রীনার।
রাজ্য পুলিশের থেকে 'বাঁচতে' সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন ভারতী ঘোষ
রীনা নিজেই এ মাসের ৫ তারিখ দ্য টেলিগ্রাফ পত্রিকায় লেখেন, ‘ সিবিআইয়ের অধিকর্তা হতে যে সমস্ত যোগ্যতা দরকার সেগুলি সবই আমার আছে। আমিই সব থেকে প্রবীণ অফিসার ছিলাম। কিন্তু নিয়োগ পক্রিয়ায় একদিন দেরি করায় আমার সিবিআই অধিকর্তা হওয়া হয়নি। এই দেরি এড়ানো যেত।
১৯৫৯ সালের ১ সেপ্টেম্বর আসানসোলে রীনার জন্ম হয়। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট পদক পান রীনা।