This Article is From Feb 20, 2019

মায়ের সামনেই ৫ বছরের স্কুলপড়ুয়াকে পিষে দিল বাস, চাঞ্চল্য ছড়ালো দমদমে

দমদম নাগেরবাজার অঞ্চলে গতকাল সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

মায়ের সামনেই ৫ বছরের স্কুলপড়ুয়াকে পিষে দিল বাস, চাঞ্চল্য ছড়ালো দমদমে

পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক। (প্রতীকী)

হাইলাইটস

  • দমদমের নাগেরবাজার অঞ্চলে ঘটনাটি ঘটেছে
  • ঘটনাস্থলেই শিশুটি মারা যায়
  • ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ
কলকাতা:

উত্তর ২৪ পরগনার দমদম নাগেরবাজার অঞ্চলে গতকাল সকাল ১০টা নাগাদ মায়ের সামনেই ৫ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার উপর দিয়ে চলে গেল বাস, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

দমদম থানা তর্কে জানানো হয়েছে, গতকাল স্কুলে যাওয়ার পথে একটা প্রাইভেট বাস শিশুটিকে চাপা দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্কুলে যাওয়ার জন্য বাস থেকে নামার সময় ওই শিশুটি পুরোপুরি নামার আগেই বাসটি চলতে শুরু করে বাচ্চাটিকে চাপা দিয়ে দেয়।

আরও পড়ুনঃ মাত্র ৫৫ বছর বয়সে 'দূরে, বহুদূরে' চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরী

পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক।

ঘটনাকে কেন্দ্র করে নিমেষে চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। ওই অঞ্চলে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল এবং শিশুটি যে স্কুলের ছাত্রী সেই স্কুল কর্তৃপক্ষ কেন পর্যাপ্ত বাস পরিষেবা প্রদান করে না তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।

"স্কুলের কেন পর্যাপ্ত বাস নেই? আমাদের ছেলেমেয়েরা প্রায়ই প্রাইভেট বসে যাতায়াত করে। স্কুল কর্তৃপক্ষের কর্তব্য ছাত্রছাত্রীরা যাতে সুরক্ষিতভাবে বাড়ি থেকে স্কুলে এবং স্কুল থেকে বাড়িতে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করা", জানান এক বিক্ষোভকারী।

.