This Article is From May 04, 2020

প্র্ত্যার্পণ মামলায় ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান বিজয় মালিয়া

হাইকোর্টে বিজয় মালিয়ার আবেদন খারিজ হয়ে যাওয়ায় ভারতে প্রত্যার্পণ এবং শাস্তি দেওয়ার রাস্তা পরিষ্কার হয়েছে

প্র্ত্যার্পণ মামলায় ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান বিজয় মালিয়া

ভারতে বিজয় মালিয়ার বিরুদ্ধে প্রতারণা এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে (ফাইল)

নয়াদিল্লি:

ব্রিটেনের হাইকোর্টে হারের পর, সেখানকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে অনুমতি চাইলেন ব্যবসায়ী বিজয় মালিয়া (Vijay Mallya) । ভারতে তাঁর বিরুদ্ধে কিংফিংশার এয়ারলাইন্সের (Kingfisher Airlines) অপরিশোধিত বা খেলাপি ঋণের অভিযোগ রয়েছে। তাঁকে ভারতে প্রত্যার্পণ নিয়ে সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান তিনি। হাইকোর্টে বিজয় মালিয়ার আবেদন খারিজ হয়ে যাওয়ায় ভারতে প্রত্যার্পণ এবং শাস্তি দেওয়ার রাস্তা পরিষ্কার হয়েছে। সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি নিতে তাঁর হাতে ১৪ দিনের সময়সীমা রয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করা এক আইনজীবী বা ব্রিটেনের ক্রউন প্রসিকিউশন সার্ভিসের এক মুখপাত্রকে উদ্ঋত করে সাংবাদসংস্থা পিটিআই জানায়, “আমাদের হাতে উত্তর দিতে ১৪ দিনের সময়সীমা রয়েছে”।

 PTI এর তথ্য সংযোজিত হয়েছে 

.