This Article is From Apr 15, 2019

মন্দিরে ভক্তের থেকে সোনা, গয়না চুরি করে তা আবার ফিরিয়ে দিল চোর

ঘটনাটি ঘটেছিল গুরু গণেশ ভবনে। যেখানে মুঞ্জাদেবী সিঙ্ঘভি এবং তাঁর পরিবার প্রার্থনার জন্য এসেছিলেন যখন, সেইসময়ই চুরি যায় মুঞ্জাদেবীর পার্সটি।

Advertisement
অল ইন্ডিয়া

ওই পার্সে ১৫ হাজার টাকা নগদ অর্থ এবং ৭০ গ্রাম সোনার অলঙ্কার ছিল। (ফাইল চিত্র)

জলনা:

এক মহিলা ভক্তের কাছ থেকে মন্দির থেকেই নগদ অর্থ এবং সোনা চুরি করে নিয়েছিল এক মহিলা। যে পার্সটি সে চুরি করেছিল ওই ভক্তের কাছ থেকে, তাতে ছিল মোট ১৫ হাজার টাকা নগদ এবং ৭০ গ্রাম সোনার অলঙ্কার। তারপর ওই পার্সটি জৈনদের ওই মন্দিরের প্রণামী বাক্সেই ফেলে গেল চোর। সেই চুরির অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হলে, পুলিশ তদন্ত করতে শুরু করার পর সিসিটিভি ফুটেজ দেখে অবাক হয়ে যায়। দেখে, এক মহিলা ওই পার্সটি চুরি করে নিয়ে মন্দির থেকে বেরিয়ে একটি গাড়িতে উঠে গেল। দেখেই বোঝা যাচ্ছিল, ওই গাড়িটি তার নিজেরই। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর নিয়ে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গাড়িটি মহারাষ্ট্রের জলনার এক ব্যবসায়ীর। সেই ব্যবসায়ীর স্ত্রী'ই আসলে চুরিটি করেছিল। কেন করেছিল, তা জানা যায়নি এখন। তবে, এই চুরির তদন্ত শুরু হওয়ার পর সম্ভব ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই ব্যবসায়ীর স্ত্রী প্রণামী বাক্সে চুরি করা পার্সটি রেখে দিয়ে যায় বলে মনে করছে পুলিশ।

মায়ের সামনেই বাইশ বছরের মেয়েকে ধর্ষণ করল দুই দুষ্কৃতী

ঘটনাটি ঘটেছিল গুরু গণেশ ভবনে। যেখানে মুঞ্জাদেবী সিঙ্ঘভি এবং তাঁর পরিবার প্রার্থনার জন্য এসেছিলেন যখন, সেইসময়ই চুরি যায় মুঞ্জাদেবীর পার্সটি।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই ওই ব্যবসায়ীর স্ত্রী'র পরিচয় প্রকাশ করা হয়নি এখনও।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement