This Article is From Oct 20, 2018

দশমীর সিঁদুর খেলায় মিলেমিশে গেল রূপান্তরকামী থেকে যৌনকর্মীরা

বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলার ঐতিহ্য বাঙালির জীবনে চিরকালীন। একে অপরকে সিঁদুর মাখিয়ে শেষ হয় দুর্গাপুজোর অন্তিম দিনটি। পড়ে থাকে মণ্ডপ ও আরও বহু স্মৃতি।

Advertisement
Kolkata Translated By

সোনাগাছির পুজোতে মিলেমিশে গেল সকলে

কলকাতা:

বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলার ঐতিহ্য বাঙালির জীবনে চিরকালীন। একে অপরকে সিঁদুর মাখিয়ে শেষ হয় দুর্গাপুজোর অন্তিম দিনটি। পড়ে থাকে মণ্ডপ ও আরও বহু স্মৃতি। যদিও দীর্ঘদিন এই বিজয়া দশমী উদযাপন সীমাবদ্ধ ছিল বিবাহিত হিন্দু নারীদের মধ্যে। কিন্তু, দিন বদলেছে। বদলেছে মানসিকতাও। এসেছে প্রকৃত আধুনিকতার প্রলেপ। তাই এখন এই খেলা আর কেবল বিবাহিত নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অবিবাহিত নারী, বিধবা, রূপান্তরকামী, যৌনকর্মী সকলেরই এখন সেখানে অবাধ প্রবেশ। এই বছর বেশ কয়েকটি পুজো কমিটির বিজয়া দশমী উদযাপনে এমন আন্তরিক ছবির সাক্ষীই রইল দুর্গাঠাকুর ও তার চার সন্তান।

সোনাগাছির পুজোতে মিলেমিশে গেল সকলে। একে অপরের গালে মাখিয়ে দিল সিঁদুর। হেসে উঠল নেচে উঠল কী এক অনাবিল আনন্দে। সমাজের মরাল পুলিশদের কাছে এই দৃশ্য যতই চোখ কোঁচকানোর মতো হোক না কেন, তাকে স্বাগত জানাল গোটা শহরের নাগরিক সমাজ। শতাব্দীপ্রাচীন বেড়াটিকে এভাবেই ভেঙে ফেলল কলকাতা।

যার সাক্ষী রইল শরতের বিকেলের রোদমাখা আকাশ এবং শাস্ত্রের পাতা থেকে তুলে আনা দুর্গাপুজোর দীর্ঘ ইতিহাস।     

Advertisement
Advertisement