This Article is From Nov 25, 2019

By Elections: সকাল ১১ টা পর্যন্ত ৩০.১৭ শতাংশ ভোট পড়ল

By Elections: লোকসভা নির্বাচনের ঠিক ছয়মাস বাদে, সোমবার রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন

By Elections: সকাল ১১ টা পর্যন্ত ৩০.১৭ শতাংশ ভোট পড়ল

By Elections: সোমবার রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন

By Elections: সংবাদ সংস্থা পিটিআই থেকে প্রাপ্ত খবর অনুসারে, সকাল ১১ টা পর্যন্ত তিনটি উপ-নির্বাচনে ভোট পড়ল ৩০.১৭ শতাংশ। প্রাপ্ত খবর অনুসারে, খড়্গপুরে ২.২৫ লক্ষ ভোটার আছে, তার মধ্যে প্রথম চার ঘন্টায় ২৮ শতাংশ মানুষ ভোট দানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।কালিয়াগঞ্জ ও করিমপুরে ভেতরের সংখ্যা যথাক্রমে ২.৬৯ এবং ২.৪ লক্ষ। সরকারি সূত্র অনুসারে সেখানে এখনও পর্যন্ত ৩১.২৫ শতাংশ ভোট পড়েছে।খড়্গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুরের বিভিন্ন কেন্দ্রের সামনে সকাল থেকেই বিরাট লাইন দেখা যাচ্ছে। তিনটি কেন্দ্রের ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্বাচন করবেন প্রায় ৭ লক্ষ্য ভোটের। লোকসভা নির্বাচনে সারা দেশ সহ রাজ্যেও দেখা গেছে গেরুয়ার শিবিরের দাপট। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ২২ টা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হলেও, বিজেপি (BJP) প্রবল প্রতিদ্বন্দ্বিতার জোরে রাজ্যের ১৮ টি আসন নিজেদের ঝুলিতে ভরে নিতে পেরেছিল।    

Bypoll Results: ৫১টি বিধানসভা, ২টি লোকসভা আসনে গণনা বৃহস্পতিবার

এই তিনটি আসন এক একটি দলের অধীনে আছে। করিমগঞ্জ (Karimganj) আছে তৃণমূল কংগ্রেসের দখলে, খড়্গপুর (Kharagpur) বিজেপি তো কালিয়াগঞ্জ (Kaliaganj) আছে কংগ্রেসের দখলে।মে মাসে কালিয়াগঞ্জের বিধায়কের মৃত্যুর পর আপাতত এই আসনটি খালি পরে আছে।করিমগঞ্জে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র, বর্তমানে তিনি সাংসদ।খড়্গপুর ছিল প্রাক্তন বিধায়ক দীপিল ঘোষের দখলে।

"পুলিশের বলে ক্ষমতায় আছেন": মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়

এই বছর করিমপুরে বাম ও কংগ্রেস জোট বেঁধে লড়াইয়ে নেমেছে। আগামী বিধানসভা নির্বাচনের মাত্র আর ১৮ মাস বাকি, তার ঠিক আগেই এই উপনির্বাচন তৃণমূলের কাছে এক অগ্নিপরীক্ষা স্বরূপ।  অন্যদিকে তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের (Prashant  Kishore) জন্যও এই উপনির্বাচন এক বিরাট পরীক্ষা। ২০২১ -এর বিধানসভা ভোটের আগে 'দিদি কে বলো' কতটা কার্যকরী হয়েছে তা অনেকটাই বোঝা যাবে এই উপনির্বাচনের ফলাফলের ভিত্তিতে। 

দেখুন মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন সহ বিশেষ বিশেষ কিছু খবর:

.