This Article is From Jul 19, 2018

আগামীকাল প্রকাশিত হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার ফল

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়া বা আইসিএআই-এর পক্ষ থেকে জানানো হল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বার্ষিক পরীক্ষার ফল বেরোবে আগামীকাল।

আগামীকাল প্রকাশিত হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার ফল

ফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল

নিউ দিল্লি:

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব ইন্ডিয়া বা আইসিএআই-এর পক্ষ থেকে জানানো হল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বার্ষিক পরীক্ষার ফল বেরোবে আগামীকাল। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত মে/জুন মাস নাগাদ। আইসিএআই-এর সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হওয়ার পর তা সরাসরি মেল করে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

বার্ষিক ও ফাউন্ডেশন পরীক্ষার জন্য সর্বভারতীয় মেধা তালিকার 50 জনের নামও আগামীকাল ঘোষণা করবে এই প্রতিষ্ঠান। যে তিনটে ওয়েবসাইটে ফল জানতে পারা যাবে, সেগুলি হলঃ icaiexam.icai.org caresults.icai.org এবং icai.nic.in

আগামীকাল সন্ধে ছ’টা থেকে ফলাফল জানতে পারা যাবে বলে জানিয়েছে সূত্র। ই-মেলের মাধ্যমে নিজের ফলাফল জানতে গেলে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

প্রথম ধাপঃ আইসিএআই এক্সাম ওয়েবসাইটে যেতে হবে।

দ্বিতীয় ধাপঃ লগ-ইনের জায়গায় ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।

তৃতীয় ধাপঃ লগ ইন হয়ে যাওয়ার পর ই-মেল রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপঃ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আইসিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ই-মেলের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে গেলে, পরীক্ষার্থীকে প্রথমে নিজের ই-মেল আইডিটি যাচাই করে নিতে হবে।

.