বিজেপির অভিযোগ সত্য নাদেল্লার কাছে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে ।
হাইলাইটস
- সত্য নাদেল্লার সাক্ষাতকারের গোটা প্রতিলিপি এদিন প্রকাশ্যে আনা হয়েছে
- মাইক্রোসফট সিইও দাবি করেছেন, স্পষ্ট করেছি, আমি কী বলতে চাই
- আমি হায়দরাবাদে মিশ্র সংস্কৃতিতে মানুষ, বলেছেন তিনি
নয়াদিল্লি: আমার মন্তব্যে স্পষ্ট বলা, আমরা ভারতীয়রা কীসের পক্ষে এবং আমি কীসের পক্ষে। ফের একবার সিএএ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা (Satya Nadella)। মঙ্গলবার 'জনতার দাবি' মেনে বাজ ফিড-এর সম্পাদক বেন স্মিথ, নাদেল্লার সাক্ষাৎকারের গোটা প্রতিলিপি প্রকাশ্যে এনেছেন। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আমি হায়দরাবাদে মিশ্র সংস্কৃতিতে (Mixed Culture) মানুষ হয়েছি। পাশাপাশি সহজলভ্য অভিবাসী (Immigrants policy)নীতি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সাফল্য পেতে সাহায্য করেছে।
"আমি চাই একজন বাংলাদেশী 'অনুপ্রবেশকারী' ভারতে এসে ইনফোসিস প্রধান হয়েছেন। সে দশের বাণিজ্য নীতিতে একটা বড়সড় বদল ঘটিয়েছেন। সেটাই হবে তাঁর কাছে সাফল্য। দেশের পক্ষে হিতকর"। ইউএস-এ পাওয়া তাঁর সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সঙ্গে যেমনটা হয়েছে। প্রতিবিম্ব হিসেবে চাইব, ভারতেও কারও সঙ্গে ঠিক তেমনটাই হোক।
পাশাপাশি ভারতের 'ছন্নছাড়া গণতন্ত্র' (মেসি ডেমোক্রেসি)-এর সমালোচনা করে তিনি বলেছেন, এই যে গনতান্ত্রিক একটা অস্থিরতা, তার প্রতিবাদ করে মানুষ মুখ খুলছে। এটা দেখে আমার ভাল লাগছে। এর মধ্যে লুকোচুরির কিছু নেই। এটা একটা সক্রিয় বিতর্কের পরিবেশ তৈরি করেছে। মূলত্র সিএএ-র বিরোধিতা করে সমাজের বিভিন্ন মাধ্যম থেকে যে প্রতিবাদী সুর, তার স্বপক্ষেই একথা বলেছেন মাইক্রোসফটের ওই শীর্ষ কর্তা।
যদিও তাঁর মন্তব্যের সমালোচনা করতে পিছপা হয়নি বিজেপি। সাক্ষর মানুষের এবার একটু শিক্ষিত হওয়া দরকার। প্রকৃত উদাহরণ। কীভাবে সিএএ বলেছে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের সংখ্যালঘু, যারা ধর্মীয় কারণে বাস্তুহারা, তাঁদের এদেশের নাগরিকত্ব দেবে।কেমন হতো যদি মার্কিনরা ইয়েজিদিদের বদলে সিরিয়ান মুসলিমদের নাগরিকত্ব দিত।