This Article is From Dec 28, 2019

"অসম নাগপুর দ্বারা চালিত হবে না ": BJP, RSS-কে কটাক্ষ করলেন রাহুল গান্ধি

কংগ্রেসের রাহুল গান্ধি শনিবারের জনসভায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকায় বিজেপি "জনগণের কণ্ঠস্বর"-এ কর্ণপাত করেছে না, এমনি অভিযোগ জানিয়েছেন

CAA Protests: গুয়াহাটি, অসমের নাগরিকত্ব বিল নিয়ে BJP এবং RSS-কে কটাক্ষ করলেন কংগ্রেসের রাহুল গান্ধি

গুয়াহাটি, অসম:

বিজেপি মানুষের কণ্ঠস্বর শুনতে চায় না। অসমের এক জনসভা থেকে শনিবার এমন অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভ এদিন তৃতীয় সপ্তাহে পড়লো। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।কিন্তু কেন্দ্রের তরফে সে দাবি মেটানোর কোনও ইঙ্গিত মেলেনি। চলতি মাসের ১১ তারিখ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সংসদের উভয় কক্ষে পাস হওয়া ওই বিলে সই করেন। ফলে তা আইনে পরিণত হয়। তারপর থেকেই আসমুদ্র হিমাচল জুড়ে চলছে এই আন্দোলন। 

সবার প্রথম সিএএ-বিরোধী আন্দোলনে পথে নামে অসম-সহ উত্তর পূর্বের রাজ্যগুলি। কারফিউ ও ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্দোলন দমনে সক্রিয় হয় অসম, ত্রিপুরা ও মেঘালয়ের সরকার। অসমে এই আন্দোলনের বলি পাঁচ। দেশজুড়ে সেই সংখ্যাটা প্রায় ২৫। এসবের মধ্যেই এদিন কংগ্রেসের ওই সাংসদ 'সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও ' পদযাত্রায় অংশ নিয়ে বলেন, "বিজেপি যেখানেই যায়, বিদ্বেষ ছড়ায়। অসমে যুবকরা বিক্ষোভ করেছেন, অন্য রাজ্যেও বিক্ষোভ চলছে। আর আপনারা এই বিক্ষোভ স্তব্ধ করার জন্য কী করছেন? ওদের গুলি করছেন, মারছেন? আসলে বিজেপি সাধারণ মানুষের আওয়াজ শুনতে চায় না।" তিনি আরও অভিযোগ করেছেন, ওরা (বিজেপি) উত্তর-পূর্বের সংস্কৃতি-ইতিহাসকে দমিয়ে রাখতে চায়। ওরা আপনাদের নাড়ি-স্পন্দনই  (pulse) বোঝেনি।

আমরা নাগপুর থেকে অসমকে চালাতে দেব না। এ রাজ্যের মানুষই (অসমবাসী) রাজ্য চালাবে। কোনওভাবেই আমরা বিজেপি আর আরএসএস-কে অসমের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের ওপর আঘাত হানতে দেব না।" সিএএ-বিরোধী আন্দোলনের জেরে উত্তর-পূর্বের সে রাজ্যে নিহতদের পরিবারের সঙ্গে এদিন দেখা করতে পারেন কংগ্রেসের এই যুব সাংসদ।এই আন্দোলনের জেরে গুয়াহাটির অদূরে ছয়গাঁওতে নিহত কিশোর স্যামস স্টেফোর্ড এবং দীপাঞ্জল দাসের পরিবারের সঙ্গেও তাঁর দেখা করার ইচ্ছা আছে। শনিবার সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (অসমের দায়িত্বপ্রাপ্ত) হরিশ রাওয়াত।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.