Read in English
This Article is From Jan 18, 2020

CAA-র বিরোধিতা করা বুদ্ধিজীবীরা পরজীবী: বিজেপি সভাপিত দিলীপ ঘোষ

দ্বিতীয়বার বঙ্গ বিজেপির প্রধান হয়েই বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। শুক্রবার তিনি (Dilip Ghosh) সিএএ বিরোধীদের ফের আক্রমণ করেছেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from IANS)

Citizenship Act: বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দ্বিতীয় বার মনোনীত হয়ে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

নয়াদিল্লি :

দ্বিতীয়বার বঙ্গ বিজেপির প্রধান হয়েই বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ (BJP Chief)। শুক্রবার তিনি (Dilip Ghosh) সিএএ'র বিরোধ করা বুদ্ধিজীবীদের আক্রমণ করেছেন। "যাঁরা  সিএএ'র বিরোধিতা (Anti-CAA) করে পথে নামছেন, তাঁরা পরজীবী।" এ (parasites) ভাষাতেই তিনি শুক্রবার ওই বুদ্ধিজীবীদের সমালোচনা করেন।সেদিন দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, "নিজেদের (intellectuals) বুদ্ধিজীবী দাবি করা কিছু জন্তু কলকাতার পথে নেমেছে। এরা পরজীবীর মোড়কে বুদ্ধিজীবী। এরা অন্যের পকেটে ঢুকে থাকতে পছন্দ করে। আমাদের পূর্বসূরিরা যখন বাংলাদেশে অত্যাচারিত হয়েছিল, তখন ওরা কোথায় ছিল?" এমন ভাষাই ব্যবহার করেছিলেন দিলীপ ঘোষ, তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা আইএএনএস।

Mamata Banerjee ও রাজ্যপাল, দুজনকেই "জোকার" বললেন অধীর চৌধুরী

শুক্রবার নাট্যকর্মীরা কলকাতায় একটা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেই মিছিলই বিজেপি সভাপতির রোষের কারণ, দাবি দলীয় সুত্রে। মিছিল আয়োজকদের প্রসঙ্গে তিনি বলেছেন, ওই দৈত্যরা আমাদেরই খাবে, আবার আমাদের বিরোধিতা করবে। একটুও রাখঢাক না দেখিয়ে আরও আক্রমণাত্মক ভাষায় দিলীপ ঘোষের মন্তব্য, "ওরা প্রতিবাদ করছে, কারণ ওরা জানে না, ওদের মা-বাবা কে! তাই ওরা বলছে জন্মের প্রমাণপত্র দেখতে পারবে না।"

CAA: আধার, প্যান কার্ড দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না, বললেন দিলীপ ঘোষ

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবারই ফের ৩ বছরের জন্য বঙ্গ-বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন এই সাংসদ। তারপরেই ফের আলটপকা মন্তব্য করে বিতর্কে ঘৃতাহুতি দিলেন তিনি। শনিবার এমন দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে, তাঁর মন্তব্য প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব দুলাল মুখোপাধ্যায় বিরক্তি প্রকাশ করেছেন। আইএএনএস-কে তিনি বলেছেন, আমি এটা শুনেই হতবাক, বাংলায় দাঁড়িয়ে কী করে একজন বাঙালি এমন কথা বলতে পারেন! বাংলা সবসময় লড়েছে এবং জিতেছে। অন্যকে পথ দেখিয়েছে। যদিও, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সাম্প্রতিককালে সিএএ-বিরোধীদের "গুলি করে মারা উচিত" মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। নদিয়ার একটা জনসভা থেকে এম্বুলেন্সের মুখ ঘুরিয়েও বিতর্ক উস্কে দিয়েছিলেন ওই বিজেপি সাংসদ। সে প্রসঙ্গে তিনি যুক্তি দিয়েছিলেন, রুট ঘুরালাম কারণ এখানে শতাধিক জমায়েত। জনসভা পণ্ড করতে তৃণমূল কংগ্রেস এসব ইচ্ছাকৃত করছে। 

Advertisement
Advertisement