মুখ্যমন্ত্রী জানান, নাগরিকত্বের মতো অধিকার দেশের মানুষদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
নৈহাটি, পশ্চিমবঙ্গ: শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, যতদিন তিনি জীবিত রয়েছেন পশ্চিমবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) বাস্তবায়িত করা যাবে না। এদিন নৈহাটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নাগরিকত্বের মতো অধিকার দেশের মানুষদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
নাগরিকত্ব আইনের প্রতিবাদ ও সমর্থনে মুম্বইয়ে ৪ কিমির মধ্যে দু'টি মিছিল
দেশজুড়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পড়ুয়াদের সামিল হওয়া মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তাঁর ভাবতে অবাক লাগে যদি ১৮ পেরনোর পর কেউ ভোট দিতে পারে, তাহলে তার কেন প্রতিবাদের অধিকার থাকবে না।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি যতদিন বেঁচে আছি নাগরিকত্ব সংশোধনী আইন বাংলায় বাস্তবায়িত হবে না। কাউকে দেশ বা রাজ্য ছাড়তে হবে না। বাংলায় কোনও ডিটেনশন কেন্দ্র হবে না।''
নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামা মসজিদের বাইরে বিপুল জমায়েত
তিনি আরও বলেন, ‘‘কেন পড়ুয়াদের অধিকার থাকবে না একটি কঠোর আইনের প্রতিবাদ করার? কেন্দ্র পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে।''