This Article is From Jan 04, 2020

সিএএ'র ধারাভুক্ত নয়, তাই দেশে ফেরত পাঠানো হবে জম্মুর রোহিঙ্গাদের: মন্ত্রী

সরকারি তথ্যে দাবি, রোহিঙ্গা-বাংলাদেশি মিলিয়ে প্রায় ১৪ হাজার বিদেশি জম্মু ও সাম্বায় আছেন। ২০০৮-২০১৬-এর হিসেবে রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় ৬ হাজার বেড়েছে

সিএএ'র ধারাভুক্ত নয়, তাই দেশে ফেরত পাঠানো হবে জম্মুর রোহিঙ্গাদের: মন্ত্রী

নাগরিকত্ব সংশোধনের যোগ্যতা নেই সে রাজ্যের আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের: কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

হাইলাইটস

  • সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ'র আওতায় নেই জম্মুর রোহিঙ্গারা
  • তাঁদের দেশে ফেরানো হবে।
  • শনিবার এ সিদ্ধান্ত স্পষ্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
জম্মু:

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বা সিএএ'র আওতায় নেই জম্মুর রোহিঙ্গা মুসলিমরা। ফলে দ্রুত তাঁদের দেশে ফেরানো হবে। শনিবার এ সিদ্ধান্ত স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, সিএএ, বিল থেকে আইনে রূপান্তরিত হওয়ার পর জম্মু-কাশ্মীরে লাগু করা হয়েছিল। দেখা গেছে, নাগরিকত্ব সংশোধনের যোগ্যতা নেই সে রাজ্যে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের। তাই সরকারের পরবর্তী পদক্ষেপ ওদের দেশে ফেরত পাঠানো।পাশাপাশি, তিনি বিস্মিত এই ভেবে, দেশের উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে ঢুকে, এতগুলো রাজ্য পেরিয়ে কীভাবে রোহিঙ্গারা জম্মুতে পৌঁছলো। এই বিষয় খতিয়ে দেখতে তদন্তের আর্জি জানান জম্মুর স্থানীয় সাংসদ তথা ওই কেন্দ্রীয় মন্ত্রী। এর পিছনে কি রাজনৈতিক অভিসন্ধি? প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

ভারতের সংবিধানের খসড়া তৈরি যার হাতে, তিনি একজন 'ব্রাহ্মণ': গুজরাটের স্পিকার

তাঁর স্পষ্ট বক্তব্য, একবার যখন সংসদে বিল পাস হয়ে গিয়েছে, তখন এই আইন লাগুর উপর কোনও কিন্তু-যদি থাকতে পারে না। "আমরা জম্মুতে এই আইন লাগু করে দেখলাম রোহিঙ্গারা নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ। ফলে কীভাবে এবার ওদের দেশে ফেরত পাঠানো হবে, তা সরকার দেখছে। তৈরি হচ্ছে তালিকা," জানান তিনি। শনিবার জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারি কর্মীবৃন্দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিতেন্দ্র সিং। সেই অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি উদ্বিগ্নের সুরে বলেন, জম্মুতে এত সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি উদ্বেগের। তিনি যুক্তি দিয়েছেন, সিএএ'র অধীনে যে ছ'টি সংখ্যালঘুর কথা বলা হয়েছে, ওরা (রোহিঙ্গা) সেই ধারাভুক্ত না। পাশাপাশি মুসলিম অধ্যুষিত পড়শি রাষ্ট্র থেকেও আসেননি। এসেছেন মায়ানমার থেকে। তাই ওদের ফেরত যেতেই হবে।

"আমরা ৮০%, তোমরা ১৫%": CAA-এর প্রতিবাদ নিয়ে সংখ্যালঘুদের হুমকি বিজেপি নেতার!

এদিকে, সরকারি এক তথ্যে দাবি, রোহিঙ্গা ও বাংলাদেশি মিলিয়ে প্রায় ১৪ হাজার বিদেশি জম্মু ও সাম্বা সেক্টরে আছেন। এঁদের মধ্যে ২০০৮-২০১৬-এর হিসেবে রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় ৬ হাজার বেড়েছে। এই জনসংখ্যা বৃদ্ধিতে উষ্মা প্রকাশ করে ইতিমধ্যেই বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, যত দ্রুত সম্ভব ওদের দেশে ফেরাতে আবেদন জানিয়েছে। সিএএ এই প্রথম দেশে নাগরিকত্বের প্রমাণ নেবে। পড়শি তিন মুসলিম অধ্যুষিত রাষ্ট্র থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে। যদিও বিরোধীদের দাবি, এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আর সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।  

(PTI থেকে সংগৃহীত)

.